Swarupnagar Shootout Case

স্বরূপনগরে শুট আউট কান্ডে ধৃত আরও দুই

জেলা

উত্তর ২৪পরগনার স্বরূপনগরে শুট আউট কাণ্ডে গ্রেপ্তার আরও দুই। মঙ্গলবার ধৃতদের ৭দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ। এদিন পুলিশ সূত্রে এমনই জানা গিয়েছে।
গত ৫ মার্চ সাত সকালে স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া গ্রামে বড়পুল সংলগ্ন রাজপথে সীমান্তবর্তী তারালি গ্রামের ইসারুল গাজী নামে এক বাইক চালক আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঘটনাস্থলে। তদন্তে নেমে পুলিশ পরের দিনই বাদুড়িয়া থানা এলাকার রামচন্দ্রপুর পশ্চিম পাড়ার বাসিন্দা তৃণমূল আশ্রিত কুখ্যাত দুষ্কৃতী ফজলুল হক মণ্ডলকে গ্রেফতার করে। আদালতের নির্দেশে তাকে ৫ দিনের পুলিশি হেফাজতে নেয় পুলিশ। ধৃত ফজলুলকে জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে খোলাপোতা এলাকা থেকে আরো দুই ব্যক্তিকে গ্রেফতার করে। একজন রবিউল মন্ডল ও অন্যজন জিয়ারুল সরদার।তাদের বাড়ি মথুরাপুর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা যায়।
 

Comments :0

Login to leave a comment