শতাধিক বন্দিকে ছাড়িয়ে নেওয়া গেলেও এখন সবাইকে মুক্ত করা যায়নি। দক্ষিণ পশ্চিম পাকিস্তানে সন্ত্রাসবাদীদের হাত থেকে মুক্ত ট্রেনযাত্রীরা জানিয়েছেন আইডেন্টিটি কার্ড দেখে সেনাদের গুলি করা হয়েছে।
পাকিস্তান প্রশাসন জানাচ্ছে যে দেড়শোর বেশি যাত্রীকে মুক্ত করা গিয়েছে। জাফর এক্সপ্রেস দখলে জড়িত বালোচিস্তান লিবারেশন আর্মির ২৭ সদস্য নিহত হয়েছে গুলি বিনিময়ে।
প্রশাসন বুধবার বলেছে, আত্মঘাতী বাহিনীর সদস্যদের নিরীহ যাত্রীদের মধ্যে বসিয়ে রেখেছে সন্ত্রাসবাদী বাহিনী। নিরীহ যাত্রীদের ঢাল করে বাঁচতে চাইছে সন্ত্রাসবাদীরা। বন্দি করে রাখা হয়েছে মহিলা এবং শিশুদের। মহিলা এবং শিশুদের কথা ভেবে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগতে হচ্ছে।
মঙ্গলবার বালোচিস্তানে প্রায় ৫০০ যাত্রীসমেত একটি ট্রেন হাইজ্যাক করে সন্ত্রাসবাদীরা। স্বাধীন বালোচিস্তানের স্লোগানে এই সংগঠন দীর্ঘদিন ধরে সক্রিয় পাকিস্তানে।
দক্ষিণ পশ্চিম পাকিস্তানের সবচেয়ে বড় শহর কোয়েটা থেকে ১৫৭ কিলোমিটার দূরে মশকফ সুড়ঙ্গের কাছে ট্রেনের দখল নেয় সন্ত্রাসবাদীরা, বলেছে পাকিস্তানের প্রশাসন। আহত ৩৭ যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
মঙ্গলবার প্রথমে রেল লাইন বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়। ট্রেন আটকে পড়লে দখল নেওয়া হয়। পাকিস্তানের সুরক্ষা বাহিনী জানাচ্ছে যে শতাধিক বন্দিকে ছাড়িয়ে নেওয়া গিয়েছে।
ট্রেনের এক যাত্রী জানিয়েছেন যে বিস্ফোরণের শব্দেই আতঙ্ক ছড়িয়েছিল। অনেক যাত্রী বিপদের আশঙ্কা করে সিটের তলায় লুকাচ্ছিলেন। তারপর সশস্ত্র সন্ত্রাসবাদী বাহিনী ট্রেনের দখল নেয়। মাচ স্টেশনের কাছে হয় বিস্ফোরণ। এই স্টেশনের কাছে আপৎকালীন হাসপাতালের ব্যবস্থা করতে হয় প্রশাসনকে।
Train Pakistan
মহিলা-শিশু ট্রেনযাত্রীরা আত্মঘাতী বাহিনীর জিম্মায়, শতাধিক উদ্ধারের দাবি পাকিস্তানের

×
Comments :0