SHAHJAHAN EMPIRE

মুখ্যমন্ত্রীর চোখে ‘পপুলার’ শাহজাহান ও তার ভাইদের সাম্রাজ্য

রাজ্য

শেখ শাহজাহান
(জেলা পরিষদ সদস্য, তৃণমূলের ব্লক সভাপতি)

★ ধামাখালিতে তিনতলা গেস্ট হাউস 
★ ধামাখালি নদীর চড় দখল করে হ্যাচারি সেন্টার 
★ ধামাখালি বাসস্টপ দখল করে অনেক ঘর
★ দুটো ইটভাটা
★ নামে-বেনামে অনেকগুলো ফিসারি
★ সরবেড়িয়া ও রামপুরের মাঝে (আকুঞ্জী পাড়াতে) কয়েকটি ঘর।
★ সববেড়িয়া স্কুলের সামনে পাঁচ তলা বিশাল বাড়ি।
★ সরবেড়িয়া বাজারে বেরাদের জায়গা দখল করে নিজের নামে বিশাল মাছের আড়ৎ ও অসংখ্য দোকান। নিজের মাছের আড়ৎ। বাজারের ওপর বিশাল আকারের বিল্ডিং নির্মাণ।
★ সরবেড়িয়া ও রাজবাড়ীর মাঝে (ছোট বিটপোল) কলকাতার মালিককে তাড়িয়ে গেস্ট হাউস দখল। ওখানকার বহু মানুষকে উচ্ছেদ করে প্রায় ১০০ বিঘা সম্পত্তির উপর নারকেল গাছের বাগান, পার্ক স্টাইল ও পুকুর। 
★ সন্দেশখালির সব মাছ, ধান, বিল্ডার্স সহ বড় ব্যবসায়ীদের থেকে তোলা আদায়।
★ চন্ডিপুরে বাগদা চিংড়ির এজেন্সি।
★ পার্কসার্কাসে দুটো ফ্ল্যাট 

শেখ সিরাজউদ্দীন (শাহাজাহানের মেজো ভাই,তৃনমূলের অঞ্চল সভাপতি)

★ জমি দখল 
বেড়মজুর- ১ পোলপাড়ায় ৪২ বিঘা 
বেড়মজুর- ১ ঘোলাপাড়া
বেড়মজুর- ১ কাঠপোল
বেড়মজুর- ১ ঘোজা পাড়া-৫ বিঘা
বেড়মজুর- ২ ঝুপখালি আদিবাসী পাড়া
★ বেড়মজুর-১ এর কাটপোলে জমি দখল করে নিজের নামে বাজার ও বড়ো বিল্ডিং। পুকুর ভরাট।
★ ইতিহাস প্রসিদ্ধ বেড়মজুরের তেভাগার জমি দখল করে নিজের বউয়ের নামে করা। 
★ ফুলমনি আদর্শ বিদ্যামন্দিরের জায়গা দখল।
★ বেড়মজুর হাটখোলার খাল দখল।
★ সরবেড়িয়া পুরনো বাজারে একদম রাস্তার ধারে ১৮ বিঘা জমি দখল করে বড় পুকুর ভরাট করে সেখানে বিল্ডিং।

শেখ আলমগীর (শাহজাহানের ছোট ভাই)

★ কনট্রাকটরের নামে একাধিক জায়গায় কাজ না করেই কোটি কোটি টাকা লুট।
★ ঝুপখালি সুইচগেট থেকে রাজবাড়ী পর্যন্ত খাল কাটার নামে কয়েক কোটি টাকা তছরুপ। রাস্তার দুই ধারের সব বড়ো গাছ কেটে বিক্রি করে দেওয়া।

Comments :0

Login to leave a comment