TMC

বিধানসভা অধিবেশনে অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে তৃণমূল

রাজ্য

দলের হুইপ অমান্য করে বিধানসভা অধিবেশনে অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে তৃণমূল। সোমবার রাজ্যের মন্ত্রী শোভনদেব চ্যাটার্জির নেতৃত্বে বিধানসভায় দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক হয়। সেখানে খতিয়ে দেখা হয় বিধায়কদের উপস্থিতি। 

সংবাদসংস্থা পিটিআইকে শোভনদেব বলেছেন, ‘‘কিছু বিধায়ক জানিয়ে ছিলেন যে তারা বিধানসভা অধিবেশনে উপস্থিত থাকতে পারেন না। আবার অনেক বিধায়ক কাউকে না জানিয়েই অধিবেশন অনুপস্থিত থেকেছেন।’’

উল্লেখ্য তৃণমূলের পরিষদীয় দলের পক্ষ থেকে হুইপ জারি করে বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছিল যে ১৯ এবং ২০ মার্চ বাজেট অধিবেশনে সব বিধায়কদের উপস্থিত থাকতে হবে। কিন্তু দেখা যায় ১৯ মার্চ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অধিবেশনে উপস্থিত থাকা সত্ত্বেও দলেই অধিকাংশ বিধায়ক ছিলেন না।

সূত্রের খবর ২০ মার্চ মাত্র ৯০ জন তৃণমূল বিধায়ক অধিবেশনে যোগ দিয়েছিলেন। 

এবারের বাজেট অধিবেশনে শাসক এবং বিরোধী দলের ধর্ম নিয়ে কোন্দলের সাক্ষী থেকেছে রাজ্য বিধানসভা। রেগার কাজ, আবাস যোজনায় দুর্নীতি, যুবদের সমস্যা, সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়া, সরকারি শূন্য পদ খালি নিয়ে কোন আলোচনা শোনা যায়নি। বিজেপি বিধায়কদের মুখে একবারও এই সব কথা শোনা যায়নি, তৃণমূল তো বলেই না। উল্টে এবারের অধিবেশনে বিরোধী দলনেতা মমতা ব্যানার্জি মন্ত্রিসভার প্রাক্তন সদস্য শুভেন্দু অধিকারি এবং মমতা ব্যানার্জি ব্যস্ত থেকেছে প্রমান করতে যে কে কত বড় হিন্দু।  

Comments :0

Login to leave a comment