কাছেই একটি অগ্নিকাণ্ডের জেরে বিমান ওঠানামা পুরোপুরি বন্ধ করল হিথরো বিমানবন্দর। লন্ডনের এই বিমানবন্দর বিশ্বে সবচেয়ে ব্যস্ত কেন্দ্রগুলির মধ্যে একটি।
হিথরো বন্ধ হওয়ার কারণে অন্তত ১৩০০ উড়ানের ওঠানামা ব্যাহত হবে। ১ লক্ষ ৪৫ হাজার যাত্রী সমস্যায় পড়বেন।
কিন্তু বিমানবন্দরের কাছে অত্যন্ত সুরক্ষিত এলাকায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ড কেন তার ব্যাখ্যা দেয়নি প্রশাসন। ব্রিটেনের বিদ্যুৎমন্ত্রীর দাবি, অগ্নিকাণ্ডের সঙ্গে কোনও নাশকতার যোগাযোগ মেলেনি।
ব্রিটেনের সরকারি সংবাদ প্রতিষ্ঠান বিবিসি জানাচ্ছে আগুন নেভেনি। কাছেই একটি বিদ্যুৎ সাবস্টেশন রয়েছে। সংলগ্ন এলাকার ৬টি স্কুল বন্ধ করতে হয়েছে প্রশাসনকে।
Heathrow Fire
জ্বলছে আগুন, বন্ধ লন্ডনের হিথরো বিমানবন্দর

×
Comments :0