কয়েকদিন আগে দিল্লির কয়েকটি জায়গার নাম বদলের কথা বিধানসভায় তুলেছিলেন দুজন বিজেপি বিধায়ক। এবার সরাসরি নিজের বাড়ির সামনের রাস্তার নাম বদলে দিলেন একজন বিজেপি সাংসদ এবং একজন কেন্দ্রীয় মন্ত্রী।
দিল্লির তুঘলক লেনে সরকারি বাসভবনে থাকেন এই দুই বিজেপি সাংসদ। বাড়ির বাইরে তাদের ঠিকানা সব নেমপ্লেট রয়েছে। শুক্রবার সকালে এই দুই নেতা যেই যেই বাসভবনে থাকেন তাদের সেই বাসভবনের বাইরের নেমপ্লেটে বদলে গিয়েছে ঠিকানা। তুঘলক লেনের বদলে লেখা স্বামী বিবেকানন্দ মার্গ।
বিজেপি সাংসদ দীনেশ শর্মার বাড়ির ঠিকানা ছিল ৬ তুঘলক লেন তা বদলে করা হয়েছে ৬ স্বামী বিবেকানন্দ মার্গ। আর অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী কৃষ্ণান পাল গুরজারের ঠিকানা বদলে হয়েছে ৮ স্বামী বিবেকানন্দ মার্গ।
নিজের এক্সহ্যান্ডেলে বাড়ির ঠিকানা বদলের ছবিও পোস্ট করেছেন বিজেপি সাংসদ। তার দাবি ওই নেমপ্লেটে দুটি রাস্তার নামই লেখা আছে। তবে তুঘলক লেন যা আসল নাম রাস্তার তা লেখা আছে ছোট করে। তার যুক্তি কোন সাংসদের ক্ষমতা নেই রাস্তার নাম বদল করার। এই কাজ করার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে।
এখানেই প্রশ্ন যখন একজন সাংসদ এবং একজন কেন্দ্রীয় মন্ত্রী জানানেন যেই কাজ তারা করেছে বা করার প্ররোচনা দিচ্ছেন তা অনৈতিক, তাহলে তারা সেই কেন করলেন? তাদের যুক্তি স্বামী বিবেকানন্দর প্রতি শ্রদ্ধা থেকে তারা এই কাজ করেছেন।
বিজেপি ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশের মতো দিল্লিতেও রাস্তার এবং জায়গার নাম বদলের রাজনীতির আমদানি করেছেন বলে দাবি করেছেন বিরোধীরা। তাদের দাবি সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য তাদের এই কাজ। যেই যেই এলাকার নামের সাথে মুঘল সাম্রাজ্য বা সংখ্যালঘুদের কোন বিষয় যুক্ত আছে সেই এলাকার বদলে করতে তারা মরিয়া হয়ে উঠেছে। যেই কাজ তারা করেছে উত্তরপ্রদেশে।
সম্প্রতি বিধানসভায় বিজেপি বিধায়কদের পক্ষ থেকে দাবি তোলা হয় নাজাফগড়ের নাম বদলে করা হোক নাহারগড়, মহম্মদপুরের নাম বদলে হোক মাধবপুরাম এবং মুস্তাফাবাদের নাম বদলে করা হোক শিবপুরী।
BJP DELHI
নিজেদের ইচ্ছা মতো দিল্লির রাস্তার নাম বদল করলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী

×
Comments :0