যুদ্ধবিরতিতে সম্মতি জানালেও হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। কেমন চলতে থাকলে যুদ্ধবিরতির বোঝাপড়া থেকে সরে আসতে বাধ্য হবে রাশিয়া। কিয়েভকে এই হুঁশিয়ারি দিল মস্কো।
রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভার অভিযোগ, যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার পরও সুদঝায় একটি প্রাকৃতিক গ্যাস কেন্দ্রে হামলা চালিয়েছে ইউক্রেন।
গত মঙ্গলবার আমেরিকার মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেন সামরিক সংঘর্ষ আপাতত স্থগিত রাখতে সম্মতি জানায়। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে বার্তালাপে এই অবস্থান জানান রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। তবে পুতিন ট্রাম্পকে স্পষ্ট করে বলেন ইউক্রেনের তরফে হামলা চললে অবস্থান বদলাতে হবে।
জাখারোভা বলেছেন, সংঘর্ষ বিরতিতে সম্মতি হওয়ার দিন থেকেই হামলা চালাচ্ছে ইউক্রেন। কাস্পিয়ান পাইপলাইন কনসরটিয়ামের একটি পরিকাঠামোয় হামলা চালানো হয়েছে। অতীতে, ২০২২ সালেও দেখা গিয়েছে যুদ্ধ বিরতির সম্ভাবনা কাজে লাগাতে আগ্রহী নয় ইউক্রেন। এরকম চললে পালটা আঘাত হানবে রসিয়া।
Russia Ukraine War
যুদ্ধবিরতি মানছে না ইউক্রেন, অভিযোগ রাশিয়ার

×
Comments :0