২৮মার্চের উত্তরকন্যা অভিযানকে সামনে রেখে শিলিগুড়ি শহরাঞ্চল ও গ্রামাঞ্চল জুড়ে ব্যাপক প্রচারাভিযান চলছে। সর্বত্রই বিভিন্নভাবে প্রচার চলেছে। মহকুমার বিভিন্ন গ্রাম এলাকা ও শিলিগুড়ি শহরে সভা, মিছিল হচ্ছে উত্তরকন্যা অভিযানকে সামনে রেখে। এছাড়াও গ্রুপ সভায় মিলিত হচ্ছেন যুবক যুবতীরা ধারাবাহিকভাবে। পোষ্টার সাঁটানো, দেওয়াল লিখন, ঝান্ডা লাগানোর কাজ চলছে জোরকদমে। উত্তরকন্যা অভিযানকে সামনে রেখে অর্থ সংগ্রহ অভিযান চলেছে। সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই প্রচারের আবহ। সেই আবহেই উত্তরকন্যা অভিযানকে সামনে রেখে একাধিক কর্মসূচী হয়েছে শিলিগুড়ির শহর ও গ্রাম এলাকায়।
এদিন সকাল প্রায় ১১টা নাগাদ সরাসরি বাগিচা শ্রমিকদের মাঝে উপস্থিত হলেন ডিওয়াইএফআই—র রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। কেন উত্তরকন্যা অভিযান আর কেন অভিযানে সামিল হতে হবে? শিলিগুড়ির অদূরে মোহরগাঁ—গুলমা বাগানে পাতি ওজনের সময় সে সম্পর্কে কর্মব্যস্ত শ্রমজীবি মানুষদের অবহিত করলেন মীনাক্ষী। তাকে দেখে কাজ থামিয়ে অল্প সময়েই জড়ো হয়ে গেলে অসংখ্য বাগিচা শ্রমিকেরা। সকলেই শুনেছেন তার বক্তব্য। মীনাক্ষী মীখার্জির সাথে ছিলেন সমন পাঠক, গৌতম ঘোষ, প্রতাপ কুজুর, নান্টু কুন্ডু সহ অন্যান্যরা। নিশ্চিন্তপুর চা বাগানে পাতা তোলার ফাঁকে উত্তরকন্যা অভিযানকে ঘিরে প্রচার চলেছে। এরপর সোজা মাটিগাড়া টি এস্টেট ও দুপুরের দিকে নকশালবাড়ি পার্টি দপ্তরে ছাত্র, যুব, মহিলাদের নিয়ে সভা হয়েছে। কর্মসূচী চলাকালীন সিআইটিইউ অনুমোদিত টোটো ইউনিয়নের পক্ষ থেকে মীনাক্ষী মুখার্জিকে সম্বর্ধনা জানানো হয়। এছাড়াও বিভিন্ন প্রচার কর্মসূচীতে ছিলেন অপূর্ব প্রামানিক, সাগর শর্মা, বুলেট সিং’রা।
শিলিগুড়ি মহকুমার বাতাসিতে শ্রমিক ও কৃষক যৌথ কনভেনশন থেকে উত্তরকন্যা অভিযানকে সর্বাত্মক সফল করার আহ্বান জানানো হয়েছে। এখানে ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, ঝরেন রায়, ধরনী মোহন সিনহা, রামকুমার ছেত্রী প্রমুখ। এদিন সন্ধ্যায় যুব সংগঠন ও এলাকার সাধারণ মানুষের উদ্যোগে উত্তরকন্যা অভিযানকে সামনে রেখে শিলিগুড়ি ৪নম্বর ওয়ার্ডের দূর্গানগরে ও ৫ নম্বর ওয়ার্ডের চাদনিচকে পৃথকভাবে সভা হয়েছে। দুটি সভাতেই বক্তব্য রেখেছেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। গণ আন্দোলনের পক্ষে সৌরভ সরকার সহ অন্যান্য যুব নেতৃত্ব। দুটি সভাতেই বেকার যুবক যুবতী সহ মহিলাদের উপস্থিতি ছিলো উল্লেখ করার মতো।
আগামী ২৮মার্চ এয়ারভিউ মোড় মহানন্দা নদীর ঘাট থেকে বর্ধমান রোড ধরে জলপাইমোড়, নৌকাঘাট, তিনবাত্তি হয়ে উত্তরকন্যা অভিযানে সামিল হবেন যুবরা। এই অভিযানে উত্তরের জেলগুলির বিভিন্ন প্রান্ত থেকে যুবরা যোগদান করবেন।
Uttarkanya Abhiyan
উত্তরকন্যা অভিযানকে ঘিরে ব্যাপক প্রচার শিলিগুড়িতে

×
Comments :0