Venezuela

ভেনেজুয়েলা কারুর দাসত্ব মানবে না : রদ্রিগেজ

আন্তর্জাতিক

মাদুরোর অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন ভেনেজুয়েলার উপ-রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ। ডেলসির বাবা জর্জে আন্তোনিও রদ্রিগেজ ছিলেন ভেনেজুয়েলার বামপন্থী গেরিলা নেতা। ছাত্র জীবন থেকেই বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ডেলসি রদ্রিগেজ।
২০১৪-১৮ পর্যন্ত ডেলসি ছিলেন ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী। ২০১৮ সালে উপ-রাষ্ট্রপতি হওয়ার পরও অর্থ এবং তেল মন্ত্রক থেকেছে তার হাতেই।
দায়িত্ব নিয়ে রদ্রিগেজ জানিয়েছেন, ‘আমরা কখনও কারও দাসত্ব করব না। কোনও সাম্রাজ্যের উপনিবেশ আর আমরা হব না। আমরা ভেনেজ়ুয়েলাকে রক্ষা করতে প্রস্তুত।’
ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন এবং দেশের বামপন্থী সরকারের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর অপহরণের পর গ্রেপ্তার করেছে। তবুও, এর পরেও, ভেনেজুয়েলার উচ্চপদস্থ ব্যক্তিরা মাদুরোর সমর্থন করছেন এবং তাকেই তাদের রাষ্ট্রপতি মনে করেন। শনিবার রাতে ভেনেজুয়েলার সর্বোচ্চ আদালত ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি নিযুক্ত করার নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, এখন থেকে দেশের প্রশাসনিক প্রধান এবং সামগ্রিক প্রতিরক্ষার দায়িত্বে থাকবেন রডরিগেজ। দায়িত্ব নিয়েই মার্কিন রাষ্ট্রপতি ডোলান্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়ে পরিস্কার জানিয়েছেন, ভেনেজুয়েলা কারও দাসত্ব করবে না। অবিলম্বে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীর মুক্তির দাবি জানিয়েছেন তিনি। তিনি জোর দিয়ে বলেছেন যে মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র রাষ্ট্রপতি। ডেলসি রদ্রিগেজ তার ভাই এবং জাতীয় পরিষদের প্রধান জর্জ রদ্রিগেজ, স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজের সাথে রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন যে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার একমাত্র রাষ্ট্রপতি হিসেবে রয়ে গেছেন।

Comments :0

Login to leave a comment