VIGYAN ABHIKSHA JALPAIGURI

বিজ্ঞান অভীক্ষায়্ ৫ হাজারের বেশি ছাত্রছাত্রী জলপাইগুড়িতে

জেলা

রবিবার জলপাইগুড়ির একটি স্কুলে পরীক্ষার্থীরা।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে সারা জেলা জুড়ে বিজ্ঞান অভীক্ষা- ২০২৪  অনুষ্ঠিত হয় রবিবার। জেলার ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান বিষয়ে আগ্রহ তৈরি এবং অঙ্কের ভীতি কাটাবার জন্য এই বিজ্ঞান অভিক্ষা বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। 

সারা জেলা জুড়ে বিভিন্ন বিদ্যালয় থেকে ৫ হাজারের বেশি ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে সংগঠনের সভাপতি ডাক্তার প্রদীপ ভৌমিক ও সম্পাদক অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী জানান। তাঁরা আরো জানান জেলা জুড়ে ২৪টি বিদ্যালয়ে এই পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা শুরু হয় দুটো ধাপে। সকাল ১১ টা থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত পঞ্চম সপ্তম ও নবম শ্রেণির ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১: ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত ষষ্ঠ অষ্টম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। জলপাইগুড়ি শহরে কদমতলা বালিকা বিদ্যালয়ে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ৭৬০জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে জানান ওই সেন্টারের ইনচার্জ বিশিষ্ট শিক্ষক শৈবাল চক্রবর্তী। তিনি আরো বলেন যে পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের যেমন উৎসাহ লক্ষ্য করা গেছে পাশাপাশি অভিভাবকদের মধ্যেও এই পরীক্ষা নিয়ে তাদের আগ্রহ পরিলক্ষিত হয়েছে।  সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পাশাপাশি অভিভাবকদের সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন। বিজ্ঞান মঞ্চে সমস্ত সদস্য এই পরীক্ষায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। কদমতলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীতা রায় বলেন যেভাবে ছাত্র-ছাত্রীদের মধ্যে এই পরীক্ষা নিয়ে আগ্রহ বাড়ছে তাতে আমরা উৎসাহিত। আগামীতে আরও বেশি করে এর প্রচার ও প্রসার ঘটানোর উদ্যোগ গ্রহণ করবে জলপাইগুড়ি জেলা বিজ্ঞান মঞ্চ। বিজ্ঞান মঞ্চের আরেক সদস্য শৈবাল দাশগুপ্ত জানান ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও অংকের প্রতি ভীতি দূর করার উদ্দেশ্যে যেমন এই পরীক্ষা সেই সাথে বিজ্ঞান কে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেও এই পরীক্ষা বলে তিনি জানান। এক ছাত্রীর পিতা বাপিনাথ দাস জানান এই পরীক্ষা যত বেশি করে হবে তত বেশি ছাত্র ছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ অংকের প্রতি ভীতি দূর হবে। তিনি বিজ্ঞান মঞ্চে সংগঠকদের এই পরীক্ষা আয়োজন করবার জন্য অভিনন্দন জানান।

Comments :0

Login to leave a comment