virat want's to retire from test cricket

রোহিতের পথে কি এবার বিরাটও?

খেলা

গত কয়েকদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছিলেন রোহিত শর্মা। এবার হয়তো সেই পথে হাঁটতে চলেছেন বিরাট কোহলিও। বিসিসিআইয়ের কাছে অবসরের প্রস্তাব রেখেছেন বিরাট। তবে তার এই সিদ্ধান্তকে বদল করার উদ্দেশ্যে একটি বৈঠক হতে পারে দুই পক্ষের মধ্যে।চলতি মাসের ২৩ তারিখের আগেই একটি প্রেস কনফারেন্স করে নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করতে পারে বিসিসিআই। টেস্টে ১০০০০ রান করার থেকে মাত্র ৭৭০রান দূরে রয়েছেন বিরাট। ভারতীয় ক্রিকেটের ' পোস্টার বয় ' বিরাট তবুও কেন টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চাইছেন এই নিয়েই সন্দীহান বোর্ড। এখনও পর্যন্ত ১২৩টি টেস্টের মধ্যে ৬৮টিতে জয় পেয়েছেন বিরাট। আগামী ইংল্যান্ড সফরের জন্য অধিনায়ক হিসেবে শুভমন গিলকে অধিনায়কত্বের ভূমিকায় দেখা যেতে পারে। বিসিসিআই নিশ্চিত যে বিরাটের এই সিদ্ধান্তকে তারা বদল করতে সক্ষম হবেন। 

Comments :0

Login to leave a comment