ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। ভারতীয় সময় অনুযায়ী রবিবার দুপুরের দিকে ভূমিকম্প অনুভূত হয় রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৭। এই ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
গত বুধ ও শনিবার, পরপর, তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার কিছু অংশ। জানা গেছে, প্রায় ৬০০ বছর পরে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে ফের। তবে তার কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। বিজ্ঞানীদের একাংশের মতে, বারবার ভূমিকম্পের ফলে রাশিয়ায় এই আগ্নেয়গিরি সক্রিয় হয়েছে।
গত শনিবার কুরিল দ্বীপপুঞ্জে ভূমিকম্প ঘটে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। গত বুধবারও রাশিয়ার পূর্বে অবস্থিত কামচাটকা উপদ্বীপে তীব্র ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮.৮। এই ভূমিকম্পের ফলে রাশিয়ায় ভয়ঙ্কর সুনামি আছড়ে পড়ে। এই ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে রাশিয়া জুড়ে ১২৫’টিরও বেশি আফটারশক অনুভূত হয়।
একের পর এক ভূমিকম্পের ফলে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ভূমিকম্পগুলিতে কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
live volcano russia
ভূমিকম্পের পর রাশিয়ায় সক্রিয় আগ্নেয়গিরি

×
Comments :0