Howrah Water Crisis

হাওড়ার ৫ বিধানসভায় তীব্র জলকষ্ট আজও, বেলগাছিয়ায় নিরাশ্রয় বহু

রাজ্য জেলা

পানীয় জলের দাবিতে সিপিআই(এম)’র বিক্ষোভ মিছিল।

পানীয় জল নেই, নেই খাবার, বিদ্যুৎ নেই। হাওড়ার অন্তত পাঁচটি বিধানসভায় বাসিন্দাদের ভয়াবহ অবস্থা। শিবপুর, মধ্য হাওড়া, উত্তর হাওড়ার পাশাপাশি বালি ও ডোমজুড় বিধানসভার বহু মানুষও দিশেহারা। তীব্র ক্ষোভ এলাকায়। শনিবার হয়েছে বিক্ষোভ মিছিলও।
বৃহস্পতিবার সকালে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় পানীয় জলের পাইপ লাইনে ফাটল মেরামত করতে গেলে বড়সড় ধস নামে। ধসের ফলে পানীয় জলের পাইপে বড়সড় ফাটল ধরে। পাশের রাস্তা ও বাড়িতে ফাটল দেখা যায়। ফাটলের কারণে বহু বাড়ি থেকে বাসিন্দাদের বের করেছে প্রশাসন। তাঁরা ত্রিপল টাঙিয়ে বৃষ্টির মধ্যে খোলা মাঠে রয়েছেন।
পাল্লা দিয়ে মারাত্মক অবস্থা জলের। তিন বিধানসভা এলাকা কার্যত জলশূন্য অবস্থায় কাটছে। বৃহস্পতিবার থেকে জল সরবরাহ নেই। 
ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন জানান তিনদিন ধরে এলাকায় পানীয় জল, খাবার নেই। তার মধ্যে বিদ্যুৎ সংযোগ না থাকায় শিশুদের নিয়ে কার্যত অন্ধকারে মাঠে ত্রিপল টাঙিয়ে রয়েছেন। 


ফাটলের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ও দোকানে। ভেঙে পড়েছে কর্পোরেশনের পানীয় জলের পাম্পিং স্টেশন।  
শনিবার সকালে রাজ্যের মন্ত্রী অরূপ রায় ঘটনাস্থলে এলে তাঁকে ঘিরে ক্ষোভ জানান বাসিন্দারা। 
হাওড়া কর্পোরেশন সূত্রে জানা গেছে বিশেষজ্ঞদের কোনরকম মতামত না নিয়েই ডাম্পিং গ্রাউন্ডে পানীয় জলের পাইপ মেরামত করা হচ্ছিল। আর তাতেই পাইপ ফেটে বিপত্তি। দীর্ঘদিন ধরে ডাম্পিং গ্রাউন্ডের কোনরকম রক্ষণাবেক্ষণ হয় না। 
বাসিন্দাদের অভিযোগ, কয়েক মাস আগে ডাম্পিং গ্রাউন্ডের অপর দিকে ধস নেমেছিল। সেই দিকে জনবসতি না থাকায় কোন বড় দুর্ঘটনা ঘটেনি। কিন্তু সতর্ক হয়নি প্রশাসন।
বৃহস্পতিবার থেকে পানীয় জল সরবরাহ বন্ধ ছিল উত্তর হাওড়া, শিবপুর, মধ্য হাওড়া বিধানসভা এলাকার ২২টি ওয়ার্ডে। শনিবার সকালে অন্যত্র জল সরবরাহ করা হলেও উত্তর হাওড়ার ১৪টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ। তীব্র জল সংকট দেখা দিয়েছে উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। জলের জন্য রাস্তায় নেমে হাহাকার করতে দেখা যায় বাসিন্দাদের। জল সমস্যা কত দিনে মিটবে, তা এখনও স্পষ্ট নয়। বাসিন্দাদের বক্তব্য, জলের গাড়ি পাঠানো হচ্ছে বটে, কিন্তু তা পর্যাপ্ত নয়। উত্তর হাওড়ার এক বাসিন্দা বলেন রান্না-খাওয়ার জল নেই ঘরে। এ ভাবে আর কত দিন চলবে। প্রশাসন বলছে, যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। কিন্তু তাতে কোন লাভ হচ্ছে না। 
পানীয় জলের দাবিতে শনিবার বিকালে সিপিআই(এম) উত্তর হাওড়া এরিয়া কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। মহিলাদের বালতি হাতে মিছিলে হাঁটতে দেখা যায়। বহু সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। সালকিয়া মুরগি হাটা থেকে মিছিল শুরু হয়ে জটাধারী পার্কে শেষ হয়।

Comments :0

Login to leave a comment