Uttarpradesh

নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, গ্রামে ঘুরছে বন্য প্রাণীরা

জাতীয়

ঘরবন্দী গ্রামের সাধারণ মানুষ। বাইরে ঘুরে বেড়াচ্ছে বন্য প্রাণীরা। ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। রাজ্যের পিলিভিট জেলার পুরানপুর গ্রামের আশ পাশের জঙ্গল থেকে বিভিন্ন প্রাণী লোকালয়ে প্রবেশ করছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে সামাজিকমাধ্যমে সেই সব ভিডিও ভাইরালও হয়েছে।
এই বন্য প্রাণীদের হাত থেকে নিজেদের বাঁচাতে গ্রামবাসীরা ঘরের দরজা বন্ধ করে বসে রয়েছেন। যার জেরে তাদের জীবিকায় প্রভাব ফেলছে। জানা যাচ্ছে গ্রামের বেশির ভাগ মানুষ কৃষি কাজের সাথে যুক্ত। বাঘের ভয় তারা মাঠে যাচ্ছেন না বলে জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর একাধিক বার কৃষি জমিতে বাঘ ঢুকে গিয়েছে। হাতির পাল ঢুকে ফসল নষ্ট করেছে। যার জেরে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে সেখানকার কৃষকদের। 
সম্প্রতি একটি ভাল্লুক লোকালয়ে প্রবেশ করে। তার আক্রমণের হাত থেকে বাঁচতে গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি তৈরি হয়, যেখান থেকে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। পরে বন দপ্তরে খবর দিলে তারা এসে ওই ভাল্লুকটিকে উদ্ধার করে নিয়ে যায়।
পরিবেশবিদদের মতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার জন্য খাদ্যের সন্ধানে বিভিন্ন সময় বন্য প্রাণীরা লোকালয়ে প্রবেশ করছে। উল্লেখ্য কর্পোরেটদের হাতে জঙ্গল জলাভূমি তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শাসিত একাধিক রাজ্যর সরকার। যার জেরে বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।

Comments :0

Login to leave a comment