Dhupguri Threat Woman

জমি বিক্রির জন্য লাগাতার হুমকি, ধূপগুড়ি থানায় অভিযোগ মহিলার

জেলা

থানার বাইরে আক্রান্ত মহিলা।

কম দামে জমি বিক্রির জন্য চাপ তৃণমূল আশ্রিত প্রোমোটারের। জমি বিক্রি করতে অস্বীকার করায় জমি মালিকের বাড়িতে হামলা করে। বিধবা মহিলাকে মারধর ও  মেয়েকে ধর্ষণের হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি পৌরসভা ১১ নম্বর ওয়ার্ডে। ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা।
অভিযোগ বেশ কিছুদিন থেকেই এলাকার জমি মাফিয়ারা নিরীহ বয়স্কদের টার্গেট করে বেছে নিয়ে তাদের ভয় দেখিয়ে কম পয়সায় জমি কিনে মোটা টাকায় প্রোমোটিং ব্যবসা চালাচ্ছে। 
১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কেয়া পালের স্বামীর মৃত্যু হয়েছে তিন বছর আগে। কন্যা স্মিতা পালকে নিয়ে একাই থাকেন বাড়িতে। তার নিজস্ব এক বিঘা জমি রয়েছে শহরের উপর। যার দাম বর্তমান বাজার দর হিসেবে প্রায় দুই কোটি টাকা। সেই জমি হাতিয়ে নেওয়ার জন্য মহিলার মহিলার উপর নানান ভাবে অত্যাচার শুরু করেছে ওই এলাকার জমি মাফিয়ারা। এই মর্মে অভিযোগ তাঁর। মেয়েকে ধর্ষণ করার হুমকি পর্যন্ত দিয়েছে। 
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে আটক করা হয়েছে।

Comments :0

Login to leave a comment