হরিয়ানার ফরিদাবাদ জেলার বল্লভগড়ে, দিল্লি সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে আক্রমণের শিকার এক কিশোরী। এক ব্যক্তি ১৭ বছর বয়সী এক কিশোরীর উপর গুলি চালিয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ।
গত সন্ধ্যায় বল্লভগড়ের শ্যাম কলোনিতে গুলি চালানোর ঘটনাটি ঘটে। কিশোরীটি একটি কোচিং ক্লাস থেকে ফিরছিল, সেই সময় লোকটি তাকে লক্ষ্য করে গুলি চালায়। জানা গিয়েছে, যতীন মঙ্গলা নামে ওই ব্যাক্তি মেয়েটিকে অনুসরণ করছিল এবং মেয়েটি পূর্বে তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
যে গলিতে হামলাটি ঘটেছে সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা যায় যে ওই যুবক মেয়েটির জন্য অপেক্ষা করেছিলেন। তাকে একটি বাইকের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। 
মেয়েটি সামনে আসার সাথে সাথেই আক্রমণকারী বন্দুক হাতে গলির অন্য পাশে চলে যায় এবং গুলি চালায়। ১৭ বছর বয়সী ওই কিশোরীর সাথে থাকা দুই মেয়ে আতঙ্কে পালিয়ে যায়। একটি গুলি ১৭ বছর বয়সী মেয়েটির কাঁধে লাগে এবং অন্যটি তার পেটে লাগে। 
পুলিশ জানিয়েছে যে অপরাধে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে এবং আক্রমণকারী যতীন মঙ্গলার খোঁজ চলছে। 
আহত কিশোরীর পরিবারের লোক জানিয়েছেন যে তিনি তার বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং প্রতিদিন একই পথ দিয়ে কোচিং থেকে বাড়ি ফিরতেন। 
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা যতীনের বিষয়টি জানতেন। আহতের বোনের কথায়, ‘‘আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করেছিলাম। তার মা আমাদের বলেছিলেন যে সে আর অনুসরন করবে না। তাই আমরা পুলিশে কিছু জানায়নি। পরের দিনই এই ঘটনাটি ঘটে।’’
Hariyana
হরিয়ানায় আক্রান্ত কিশোরী
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0