মুম্বই ছেড়ে পাকাপাকিভাবে এই মরশুমে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে চেয়েছিলেন রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সোয়াল। সেই মর্মে মুম্বই ক্রিকেট সংস্থার থেকে ( MCA ) নো অব্জেক্টিন সার্টিফিকেট ( NOC ) চেয়েছিলেন তিনি । তবে বর্তমানে এই সিদ্ধান্ত বদল করেছেন যশস্বী। মুম্বই ক্রিকেট সংস্থাকে ( MCA ) ই -মেল মারফত একটি চিঠি দিয়ে NOC -কে প্রত্যাহারের জন্য অনুরোধ জানিয়েছেন যশস্বী । তবে সম্ভবত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার ( BCCI ) সঙ্গে আলোচনা করতে চাইবে MCA। গোয়ার তরফ থেকে যশস্বীকে অধিনায়কত্বের জন্য অফার করা হয়েছিল। তাই হঠাৎ করেই যশস্বীর এই সিদ্ধান্ত বদলে হতবাক সকলেই। তবে মুম্বইয়ের সঙ্গে যশস্বীর দীর্ঘদিনের সুসম্পর্ক হওয়ার কারণে তার এই সিদ্ধান্তে সায় দিতেই পারে MCA ।
Yashsvi change his decision of playing for goa
সিদ্ধান্ত বদল যশস্বীর

×
Comments :0