ক্রিকেট প্রতিযোগিতা চলার সময় বজ্রাঘাতে মৃত্যু হলো এক ক্রিকেট খেলোয়াড়ের। মৃতের নাম মিলন পতি (২৪)। রবিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার হুড়া থানার বিষপুরিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি ক্রিকেট প্রতিযোগিতা চলছিল বিষপুরিয়া এলাকার মাঠে। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার ক্রিকেট খেলোয়াড়রা। সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল আকাশ। বেলার দিকে খেলা চলাকালীন বজ্রবিদুৎ সহ বৃষ্টি নামে। সেখানে বজ্রাঘাতের কারণে মিলন পতি নামের খেলোয়াড় মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাঁকে হুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Young Cricketer Died
বজ্রাঘাতে ক্রিকেট খেলোয়াড়ের মৃত্যু

×
Comments :0