Bomb Blast in Malda

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ! মালদায় মৃত ১

রাজ্য জেলা

Bomb Blast in Malda

গভীর রাতে বোমা বিস্ফোরণে কেপে উঠল বৈষ্ণবনগরের সাহাবানচক পঞ্চায়েত এলাকা। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল ১ ব্যক্তির। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বাড় থেকে দুই মাইল দূরে লিচু বাগানে বোমা বিপ্ফোরণের ঘটনায় এক ব্যক্তির ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় ঝলসে আহত হয়েছেন আরো দুই জন। পুলিশ জানিয়েছে নিহতের নাম মুকলেসুর রহমান। নির্বাচন পরবর্তী হিংসা, সংঘর্ষের মধ্যেই কে বা কারা বোমা তৈরি করছিল তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেইসময় বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা রক্তাক্ত অবস্থায় পালানোর চেষ্টা করে। ঘটনাস্থল থেকে প্রায় চারশো মিটার দূরে একজনের দেহ উদ্ধার করা হয়। শুক্রবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঘাসের মধ্যে ছোপ ছোপ রক্তের দাগ। বিস্ফোরণ স্থলে ছড়িয়ে বোমার মশলা তৈরি করার একটি শিলনোড়া, প্লাস্টিকে বল, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েক জোড়া চপ্পল। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা তৈরির নানা রকমের উপকরণ। কালিয়াচকের করারী চাঁদপুর এলাকা পাগলা নদীর ওপারে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে লিচু বাগান অভিযোগ, রাতের অন্ধকারে সেখানেই চলছিল বোমা বাঁধার কাজ। পুলিশের ধারণা প্লাস্টিকের বল বোমা সেখানে তৈরি করছিল। 


ঘটনাস্থল থেকে কিছুটা এগিয়েই বৈষ্ণবনগরের সাহাবানচক পঞ্চায়েত এলাকা। স্থানীয়দের দাবি  বেশ কয়েকদিন ধরেই লিচু বাগানে চলছিল বোমা বাঁধার কাজ। বোমা বাঁধার জন্য বাইরে থেকে ভাড়া করে লোক নিয়ে আসা হয়েছিল। তাদের আরো অভিযোগ বৃহস্পতিবার রাতে ওই লিচু বাগানে ছয় সাত জন ছিলো। একদিকে চলছিল বোমা বাঁধার কাজ আরেক দিকে চলছিল মদের আসর। মদ্যপ অবস্থায় চলছিল বোমা বাঁধার কাজ। বেশ কিছু প্লাস্টিকের বলের বোমা সেখানে মজুত ছিল। মদ্যপ অবস্থায় একজন আরেকজনকে ধাক্কা মারলে। টাল সামলাতে না পেরে মজুত বোমার ওপরে গিয়ে পড়লে বিস্ফোরণ হয়। স্থানীয়দের বক্তব্য 'বোমা বাঁধতে গিয়ে তৃণমূলের দুষ্কৃতীরাই আহত ও মারা গিয়েছে। তাদের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনের পর থেকে আতঙ্কের মধ্যেই রয়েছেন সাধারণ মানুষ। এলাকায় সন্ত্রাস চালানোর জন্য তৃণমূলের দুষ্কৃতীরা এই সমস্ত কাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশের সন্দেহ আরো বেশ কয়েকজন ঘটনাস্থলে আহত‌ও হয়েছে তবে সেই আহতরা তা জানা যায়নি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।


 

Comments :0

Login to leave a comment