বৃদ্ধার বয়স ১১৬ বছর। সান ফ্রান্সিকোর মারিয়া ব্রানইয়াস। বিশ্বের সব থেকে প্রবীন ব্যাক্তি তিনি। তার এই দীর্ঘ জীবনকাল এবং বার্ধক্য জনিত রোগ প্রতিরোধের ক্ষমতার উৎস কি তা নিয়ে গবেষনা শুরু করেছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানী মানেল এস্টেলার, বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ব্রানইয়াসকে নিয়ে গবেষনা শুরু করেছেন। ইতিমধ্যে তিনি ওই বৃদ্ধার ডিএনএ’র নমুনা সংগ্রহ করেছেন। এই পাশাপাশি লালা, রক্তের নমুনাও সংগ্রহ করেছেন। উল্লেখ্য ১১৬ বছর বয়সী বৃদ্ধার কোন শারিরীক সমস্যা নেই স্মৃতি শক্তি দুর্বল নয়। তার চার বছর বয়সে ঘটা ঘটনার কথাও সহজেই মনে করতে পারেন তিনি।
বৃদ্ধা মনে করেন যে তার এই দীর্ঘ জীবনের পিছনে জিন গত বিষয় যেমন রয়েছে তেমন ভাবে অন্য কারণও রয়েছে। তবে চিকিৎসক এস্টেলার জানিয়েছেন যে, তার ডিএনএ’র সঙ্গে বৃদ্ধার মেজ মেয়ের ডিএনএ’র পরীক্ষা করবেন বিজ্ঞানীরা। গবেষকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই গবেষনার মাধ্যমে এমন একটি ওষুধের খোঁজ করতে চাইছে যার মাধ্যমে বার্ধক্য জনিত বিভিন্ন রোগ প্রতিরোধ করা যাবে।
Maria Branyas
বিশ্বের সব থেকে প্রবীন ব্যাক্তির জিন পরীক্ষা করে নতুন ওষুধের খোঁজের চেষ্টা
×
Comments :0