NATUNPATA QUZE 8 JUNE ANS.

নতুনপাতা বলতে পারো ৮ জুন - সমাধান

ছোটদের বিভাগ

NATUNPATA    QUZE 8 JUNE  ANS 2023

বলতে পারো

অমল কর 


জিজ্ঞাসা

১) আফগানিস্তানে জন্ম সদ্য প্রয়াত ভারতীয় টেস্ট ক্রিকেটার অলরাউন্ডার 
সেলিম আজিজ দুরানির টেস্ট
খেলার পরিসংখ্যান কি?
২)কবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব
সবচেয়ে কম হয় ? কত কিমি? 
৩)প্রথম কোন্ মহিলা বিশ্বভারতী 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন?
৪)  কোন্ পিতা -পুত্র ভারতের সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হন?
৫) জাহির-উদ্দীন মহম্মদ বাবর
তাঁরআত্মজীবনী
"বাবরনামা" কোন্ ভাষায় রচনা করেন?
৬)ডুরান্ড লাইন কোন্ দুটি দেশকে ভাগ করেছে?

সমাধান 
১)প্রথম অর্জুন পুরস্কারপ্রাপ্ত 
ভারতীয় বাঁহাতি টেস্ট ক্রিকটার 
সেলিম আজিজ দুরানি ২৯ টি 
টেস্টে ১২০২ রান ও ৭৪টি 
উইকেট পান।
২) প্রতিবছর ৩রা জানুয়ারি 
পৃথিবী সূর্যের নিকটতম দূরত্বে 
অবস্থান করে।১৪,৭০,৯৭,৮০০
কিমি দূরত্বে। এটাকে বলা হয়
অনসূর অবস্থান। 
৩) রবীন্দ্রনাথ ঠাকুর -এর 
ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী চৌধুরাণী 
১৯৫৬ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের
প্রথম মহিলা উপাচার্য হন ।
৪)যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড় ২২/০২/৭৮
থেকে ১১/০৭/৮৫ পর্যন্ত ভারতের
সুপ্রিমকোর্টের ষোড়শ প্রধান বিচারপতি ছিলেন। তাঁর পুত্র ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় দেশের সুপ্রিমকোর্টের ৫০তম প্রধান বিচারপতি হিসাবে 
গত  ০৯/১১/২২ থেকে নিয়োজিত ।
৫)চাঘতাই/পারসি(তুর্কি) ভাষায় রচিত হয় "বাবরনামা "।
৬)ডুরান্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তানকে ভাগ করেছে।

Comments :0

Login to leave a comment