প্রয়াত বর্ষীয়ান সিপিআই(এম) নেতা, বামফ্রন্ট সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের মন্ত্রী, কৃষক নেতা উপেন কিস্কু (৭৩ বছর)।
গত রাতে জীবনাবসান হয়েছে তাঁর। বাঁকুড়া জেলার রাইপুর (তফসিলি উপজাতি সংরক্ষিত) বিধানসভা কেন্দ্র থেকে ১৯৭৭ থেকে ২০১৬ পর্যন্ত তিনি ছিলেন একটানা আট বারের বিধায়ক। তিনি ১৯৯১ সালে তফসিলি জাতি ও উপজাতি কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হন। ২০০১ সালে তিনি অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের পুর্ণ মন্ত্রী হন।
তাঁর প্রয়ানে সিপিআই(এম) নেতৃত্বের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে।
Upen Kishku
প্রয়াত উপেন কিস্কু
×
Comments :0