9 dead in Gujrat rain

গুজরাটে বৃষ্টিতে মৃত কমপক্ষে ৯, মিলছে না সরকারি সাহায্যও

জাতীয়

দু’দিনের বৃষ্টিতে গুজরাটে মৃত কমপক্ষে ৯ জন। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাষ অনুযায়ী গুজরাটের বিভিন্ন জেলায় গত চব্বিশ ঘন্টায় অতি ভারি বৃষ্টি হয়। গুজরাটের বহু গ্রাম জলের তলায়। সব থেকে ক্ষতিগ্রস্থ জেলা গুলির মধ্যে রয়েছে কচ্ছ, জুনাগড়, জামনগর ও নবসারি। সাধারণ মানুষের দাবি বৃষ্টি বানভাসী এলকাগুলোতে মিলছে না কোনও সরকারি সাহায্য। বহু জায়গায় পানিয় জল, খাবার নেই। বাড়ি ঘর চলে গিয়েছে জলের তলায়, নেই বিদ্যুৎও। 


স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী গর দু’দিনে বৃষ্টি জনিত দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। ৩৭ তালুকে ১০০ মিলিমিটারের বেশী বৃষ্টি হয়েছে। জুনাগড় জেলার বিসভাদর তালুকে সব থেকে বেশী বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার। আহমাদাবাদেরও বহু অংশ জলের তলায়। গান্ধিনগর রেল ষ্টেশনও কার্যত চলে গিয়েছে জলের নিচে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূমিন্দ্র প্যাটেল বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন আধাকিারিকদের সঙ্গ বৈঠক করেছে। শনিবারও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর

Comments :0

Login to leave a comment