ARANYA SAPTAHO

অরণ্য সপ্তাহে পরিবেশ বাঁচানোর বার্তা বিজ্ঞান কর্মীদের

জেলা

বাঘাযতীন থেকে যাদবপুর মিছিল পরিবেশ বাঁচানোর বার্তায়।

পরিবেশকে রক্ষা করার আহ্বান জানিয়ে কলকাতা জুড়ে ‘অরণ্য সপ্তাহ’ পালন করছেন বিজ্ঞান আন্দোলনের কর্মীরা। পরিবেশ পদযাত্রা, বনমহোৎসব, চারাগাছ রোপণবিতরণ, পরিবেশ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের করা হচ্ছে।

 শনিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও গোপাল চন্দ্র ভট্টাচার্য বিজ্ঞান মেলা কমিটির উদ্যোগে বাঘাযতীন থেকে যাদবপুর পর্যন্ত এক বর্ণাঢ্য পরিবেশ পদযাত্রা সংগঠিত করা হয়। স্কুলকলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই পদযাত্রায় অংশ নিয়েছেন। পদযাত্রা শেষে বহু মানুষের হাতে চারাগাছও তুলে দিয়েছেন বিজ্ঞান আন্দোলনের কর্মীরা। এদিন কাশিপুরচিৎপুর, পাইক পাড়া, রাজাবাজার সহ একাধিক এলাকায় বহু মানুষের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ। 

বিজ্ঞানকর্মী বলছেন পরিবেশ বিপন্ন। বন্যা,খরা,তীব্র দহন, সহ নিত‍্যনতুন রোগ ছড়াচ্ছে। সচেতনতা যেমন দরকার। পাশাপাশি সরকারের পরিবেশ বিষয়ক নীতি সম্পর্কে আরও গুরুত্ব দেওয়া উচিত। 

বিজ্ঞান কর্মীদের পাশাপাশি এসএফআই  ডিওয়াইএফআই কর্মীরাও পরিবেশ রক্ষার আহ্বানে ‘অরণ্য সপ্তাহ’ পালন করেছেন।

Comments :0

Login to leave a comment