বনগাঁ হাসপাতালে বন্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা। ভোগান্তিতে রোগীর পরিজনেরা।
নবমীর রাতে হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকদের মারধর করে কয়েকজন দুষ্কৃতী। দোষীদের গ্রেপ্তারের দাবিতে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রেখেছেন অ্যাম্বুলেন্স চালকরা।
ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বনগাঁ থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অ্যাম্বুলেন্স চালকদের অভিযোগ, নবমীর রাতে একদল যুবক মদ্যপ অবস্থায় হাসপাতালে এসে তাণ্ডব চালাতে থাকে। প্রতিবাদ করতে গেলে তাঁদেরকে মারধর করা হয়।
অ্যাম্বুলেন্স চালকরা জানিয়েছেন যে মন্টা মন্ডল ও বাবু দাস নামে দুই চালক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। শ্যামল দাস নামে আরেক চালক আক্রান্ত ।
চালকরা বলেছেন, পুলিশ দোষীদের গ্রেপ্তার করুক। আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে দেব।
অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়ছেন রোগীর পরিবারের সদস্যরা।
Comments :0