Asteroid 2024 YR4

ধেয়ে আসা গ্রহাণু আছড়ে পড়তে পারে কলকাতাতেও, অনুমান নাসা-র

আন্তর্জাতিক

ধেয়ে আসা গ্রহাণুর সঙ্গে সংঘর্ষে ঘন জনবসতির অন্তত ৭টি শহরের ক্ষতির আশঙ্কা রয়েছে। অন্তত আমেরিকার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা-র প্রাথমিক অনুমান সেরকমই। 
এই সাত শহরের মধ্যে থাকতে পারে কলকাতাও। এমনকি ভারতের আরেক মেট্রো শহর মুম্বাইও থাকতে পারে।  
যে গ্রহাণু নিয়ে বিশ্বময় আলোচনা তার নাম দেওয়া হয়েছে ‘২০২৪ ওয়াইআরফোর’ (2024 YR4)। এখনও পর্যন্ত এই গ্রহাণুকে ‘শহর নাশক‘ বলা হচ্ছে। নাসা-র গবেষকরা গ্রহাণুর ঔজ্জ্বল্য বিশ্লেষণ করে আয়তনের আন্দাজ করছেন। তাঁদের অনুমান, ১৩০ থেকে ৩০০ ফুট এর ব্যাস। 
নাসা-র রিপোর্টে বলা হয়েছে যে ২০৩২’র ২২ ডিসেম্বর নাগাদ পৃথিবীতে আছড়ে পড়তে পারে এই গ্রহাণু। কিন্তু এই আছড়ে পড়ার বিজ্ঞানভিত্তিক সম্ভাবনা কতটা? নাসা-র হিসেব বলছে ৩.১ শতাংশ সম্ভাবনা রয়েছে এমন বিপর্যয়ের। তবে সেই সম্ভাবনা বাড়বে বা কমবে কতটা, বোঝা যাবে আগামী কয়েক বছরে। 
২০২৮ পর্যন্ত খুব স্পষ্ট গতিবিধি বোঝা যাবে না এই গ্রহাণুর। এই তিন বছর কাটলে স্পষ্ট হবে গ্রহাণু। গতিবিধিও বোঝা যাবে। 
বিশ্বের বিভিন্ন অংশকেই আপাতত আশঙ্কার মধ্যে রাখছে নাসা-র অনুমান। প্রসান্ত মহাসাগরের পুবদিক, দক্ষিণ আমেরিকার উত্তর ভাগ, অ্যাটলান্টিক, আফ্রিকা, আরব সাগর এবং দক্ষিণ এশিয়া।
ধরা হচ্ছে কলকাতা, মুম্বাইয়ের পাশাপাশি বোগোটো, আবিদজান, লাগোস, খারতুমের মতো শহরগুলিকে। যে শহরগুলিতে সব মিলিয়ে প্রায় ১১ কোটি মানুষের বাস।

Comments :0

Login to leave a comment