শনিবার দুরান্ডের ম্যাচে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে দুরন্ত জয় পেল মোহনবাগান। ম্যাচের ফল ৫-১ । প্রথমার্ধে খেলার ফল ছিল ২-১।ম্যাচের ১৫ মিনিটে বক্সের মধ্যে জেমি ম্যাকলারেন বল পেয়েও গোল করতে ব্যার্থ হন । ১৯ মিনিটে সাহালের পাস থেকে বক্সের বাইরে থেকে সুন্দর গোল করে দলকে এগিয়ে দেন মোহনবাগানের অনিরুদ্ধ থাপা। ২৪ মিনিটে গোল শোধ দেন ডায়মন্ডের হারবারের লুকা মাজেন। ৩৪ মিনিটে ডায়মন্ডের খেলোয়াড়ের ভুলে বল পেয়ে যান সাহাল। সেখান থেকে ফাঁকায় দাঁড়িয়ে থাকা ম্যাকলারেনকে পাস দিলে তিনি আগুয়ান গোলরক্ষক সুশান্তর পায়ের তলা দিয়ে সুন্দর ফিনিশ করে দলকে ফের এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নামেন কামিংস। দুই অর্ধে মলিনা ব্যবহার করেন দুই বিদেশী স্ট্রাইকারকে। ৫০ মিনিটের মাথায় বক্সের মধ্যে লিস্টনকে ফাউল করেন ডায়মন্ডের নরেশ। রেফারি পেনাল্টির নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান নরেশকে। মোহনবাগানের চতুর্থ গোলটি
তিন ফুটবলারের মধ্যেকার বোঝাপড়ার ফসল। সাহাল থেকে লিস্টন হয়ে কামিংস বক্সের মধ্যে পাস বাড়ান সাহালের উদ্দেশ্যে। ডায়মন্ডের ডিফেন্ডার বল ক্লিয়ার করতে না পারায় ফাঁকায় গোল করে যান সাহাল । ম্যাচের ৮০ মিনিটে আশীষ রাইয়ের পাস থেকে নিজের প্রথম ও দলের পঞ্চম গোল করেন পরিবর্ত হিসেবে নামা জ্যাসন কামিংস। গোট ম্যাচটিকেই নিজের স্কিল ও পাসিং কোয়ালিটি দিয়েই নিয়ন্ত্রণ করছিলেন সাহাল। কোয়ালিটির বিচারেই কিবু ভিকুনার দলকে কয়েক যোজন পিছনে ফেলে দিলেন মলিনা। সেরা দল হিসেবেই গ্রুপের সব ম্যাচ জিতেই কোয়ার্টারে প্রবেশ করল মোহনবাগান।
Comments :0