indian super league

শেষ ছয়ের লড়াইয়ে সুনীলদের সামনে চেন্নাইন

খেলা

Bengaluru-FC-vs-Chennayin-FC-Indian-Super-League

একদিন বিরতির পর মঙ্গলবার ফের একবার শুরু হচ্ছে আইএসএল। ইতিমধ্যেই ৫২পয়েন্ট নিয়ে আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে মোহনবাগান। পৌঁছে গেছে সুপার সিক্সে। মানালোর এফসি গোয়া এবং খালিদের জামশেদপুরও নিশ্চিত করে ফেলেছে সুপার সিক্স। মঙ্গলবার কান্তিরাভায় চেন্নাইয়িনকে হারাতে পারলেই শেষ ছয় নিশ্চিত করে ফেলবে সুনীল ব্রিগেডও। এছাড়াও শেষ চয়ের দৌড়ে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড ( ৩২ পয়েন্ট ), মুম্বই সিটি এফসি (৩২ পয়েন্ট ) , ওড়িশা এফসি ( ২৯ পয়েন্ট ) , চেন্নাইন এফসি ( ২৪ পয়েন্ট ) , ইস্টবেঙ্গল এফসি ( ২৪ পয়েন্ট ), কেরালা ব্লাস্টার্স ( ২৪ পয়েন্ট ) , পাঞ্জাব এফসি ( ২৪ পয়েন্ট ) ।

Comments :0

Login to leave a comment