বুধবার নিজেদের ফেসপুক ওয়ালে এই ঘোষনা করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। নিজেদের ফেসবুক ওয়ালে তারা লিখেছেন যে, তিন বছর স্নাতক স্তরে পড়ার পরে দু’বছরের জন্য স্নাতকোত্তরের জণ যেমন পড়া যাবে তেমন ভাবে চার বছরে স্নাতক হয়ে এক বছরে স্নাতকোত্তর কেউ চাইলে পড়তে পারবে। আবার নয়া শিক্ষা নীতি অনুযায়ী চার বছরে অনার্স সহ স্নাতক পাশ করার পর যে কেউ পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। জাতীয় শিক্ষা নীতিতে মাল্টিপেল এন্ট্রি এক্সিটের কথা বলা থাকলেও সেন্ট জেভিয়ার্স তা উল্লেখ করেনি নির্দেশিকায়।
২০২০ সালে সংসদে কোন আলোচনা ছাড়াই যখন এই শিক্ষা নীতি গ্রহন করা হয় তখন তা মুখে বিরোধীতা করেছিল রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয় বিকল্প শিক্ষা নীতি তৈরি করার জন্য। কিন্তু আজ পর্যন্ত সেই কমিটির কোন রিপোর্ট সামনে আসেনি। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি ভাবে চার বছরের স্নাতকের পঠন পাঠন করা যাবে তার জন্য উপাচার্যদের নিয়ে মার্চ মাসে একটি কমিটি বানায় রাজ্য। সেই কমিটিও নিজেদের রিপোর্ট জমা করেনি বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছেন। মমতা ব্যানার্জিকে সাম্মানিক ডিলিটও দিয়েছে সেন্ট জেভিয়ার্স। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজের প্রশংসাও শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। সেই বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তবে এই বিষয় রাজ্য সরকার বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোন উত্তর পাওয়া যায়নি।
Comments :0