Book TOPIC — PRODASHKUMAR BAGCHI / Natunpata - 25 October

বইকথা — বাঘ ও মোষের লড়াই / নতুনপাতা

ছোটদের বিভাগ

Book TOPIC  PRODASHKUMAR BAGCHI  Natunpata - 25 October

বইকথা / নতুনপাতা

বাঘ ও মোষের লড়াই 

প্রদোষকুমার বাগচী

ছোটদের মজার বই
চীনের উৎকৃষ্ট কয়েকটি লোককাহিনী

এবার তোমাদের আরও একটি মজাদার বইয়ের সংবাদ দেব। চীন দেশের লোককাহিনীর
বাছাই করা কয়েকটি গল্পের দুরন্ত সংকলন এটি। বইটির নাম বাঘের সঙ্গে মোষের
লড়াই। বইটির নামের সঙ্গে প্রচ্ছদটিও মানানসই। একটা ডোরাকাটা বাগ আর এক
ভয়ঙ্কর শিংওয়ালা মোষের ছবিটি দেখলেই তোমাদের বইটি হাতে নিয়ে পড়তে ইচ্ছে
করবে। অনেকগুলি গল্প আছে বইটিতে। সব গল্পের কথা তো আর বলতে পারবো না
তোমাদের কাছে। বরাবরের মতো এবারেও তোমাদের আমি একটি গল্প বলবো। সেটা এই
বইটার প্রথম গল্প। এটি একটি তিব্বতীয় গল্প। নাম ‘‘মাছবিক্রতা ও ‘কানা চমর’ ’’ ।


আসলে তিব্বতে সেই সময়ের যিনি রাজা ছিলেন তিনি মাছ খেতে এত ভালোবাসতেন যে
তাঁর মাছ ছাড়া একবেলাও খাওয়া হতো না। কিন্তু দেশে প্রচণ্ড খরা হলে নদীর জল
শুকিয়ে যেতে শুরু করলে কোথাও আর মাছ পাওয়া যাচ্ছিল না। রাজারও মুখে ভাত উঠতো
না। পরে ঘোষণা করা হলো যে মাছ এনে রাজপ্রাসাদে দিতে পারবে তাকে পুরস্কৃত করা
হবে। সেই খবর শুনে এক গেঁয়ো চাষা একটি লোকের কাছ থেকে ভিন্ন দেশের মাছ পেয়ে
সে সোজা চলে এল রাজবাড়ি। গেটে দারোয়ান তাকে প্রথমে ঢুকতে দিতে চায়নি। মাছটি
দারোয়ান নিয়ে রাজাকে দেবে বলেছিল। কিন্তু সেই চাষা বলেছিল সেই রাজাকে দেবে।
তখন দারোয়ান বলল সে মাছ নিয়ে যেতে পারে কিন্তু তার বদলে পুরস্কারের অর্ধেক
তাকে দিতে হবে। চাষা রাজী হল। আনন্দিত রাজা বলল তোমার কি পুরস্কার চাই। তখন
সে বললো আমাকে এক হাজার বেত্রাঘাত করুন। অবাক রাজা বলল, না অন্য কিছু নাও।
তবুও সে বলল, না, তার বেত্রাঘাতই চাই। রাজা তখন তাকে হাল্কা করে বেত্রাঘাতের
আদেশ দিলেন। পাঁচশত বেত্রাঘাতের পরেই চাষা বলল এবার বাকিটা অন্যকে অর্থাৎ
‘কানা চমর’কে দিতে হবে। কারণ সে তার পুরস্কারের অর্ধেক দাবি করেছে। রাজা তখন
সব বুঝতে পারলো। কানা চমরকে ডেকে কষিয়ে বেত্রাঘাতের আদেশ দিল। কানা চমর
বেত্রাঘাতে ক্ষতবিক্ষত হয়ে কি চাষার উপর রেগে গেল? জানতে হলে এবার তোমাদের
বইটি হাতে নিতে হবে।

 


এই সংকলন গ্রন্থে আছে চীনের তিব্বত, মঙ্গোল, হান ঈ, চুয়াং, উইগুর — এই ছ’টি
জাতির ২২টি উৎকৃষ্ট লোককাহিনী। সেখান থেকে কয়েকটি গল্পের নাম বলে দিচ্ছি।

দাম্ভিক কচ্ছপ, চাচাতাতুতু ও ফিনিক্স, খরগোশ ও ব্যবসায়ী, কাককে কেন শাস্তি
দেওয়া হল, খরগোশের প্রতিশোধ, মিছরি-মানব, বাঘের সঙ্গে মোষের লড়াই ইত্যাদি।
শেষ নামটি দিয়েই বইটির নামকরণ করা হয়েছে।
বইটির ঠিকানা দিয়ে দিচ্ছি। অবশ্য তোমরা বিভিন্ন লাইব্রেরিতেও বইটি পেয়ে যেতে
পারো।
বাঘের সঙ্গে মোষের লড়াই
চীনের লোক-কাহিনীর নির্বাচিত সংকলন (দ্বিতীয় খণ্ড)। অনুবাদ: শেন নালান ও মোঃ
শামসুল হক। বিদেশী ভাষা প্রকাশনালয়। পেইচিং। ১৯৮৩।

Comments :0

Login to leave a comment