NIMTA SUICIDE LOAN

ঋণ সংস্থার হেনস্তা, নিমতায় আত্মঘাতী যুবক

জেলা

বিধ্বস্ত আত্মঘাতী যুবকের পরিবার।

নিমতা থানায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে মহাজনী সংস্থার নির্যাতনের অভিযোগ উঠল। নিমতা থানা এলাকার উত্তর দমদম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অরবিন্দ নগর এলাকার বাসিন্দা বছর ছত্রিশের অমিত রায় ঋণ নিয়েছিলেন। অভিযোগ, সংশ্লিষ্ট আর্থিক সংস্থা লোক পাঠিয়ে হেনস্তা করছিল এই যুবককে। তার জেরেই আত্মঘাতী হয়েছেন তিনি। 

বুধবার রাতে অমিতের বাবা-মা বাড়ি ছিলেন না। অমিতের মা বাড়ি ফিরে এসে ছেলেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখেন। তড়িঘড়ি কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য কামারহাটির সাগর দত্ত হাসপাতালে রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ।

 

জানা গিয়েছে, বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার থেকে প্রথমে ১ লক্ষ টাকা ও পরবর্তী সময়ে ২ লক্ষ টাকা ঋণ নেন অমিত। ঋণের কিস্তি মেটাতে না পারায় আর্থিক সংস্থার লোকজন হেনস্তা শুরু করে। বাড়িতে এসে অপমান করে অমিত ও তাঁর বাবা মাকে। এরপরই আত্মঘাতী হয়েছেন যুবক। 

Comments :0

Login to leave a comment