Vande Bharat train Coach Catches Fire

বন্দে ভারত এক্সপ্রেসে আগুন, যাত্রীরা নিরাপদে

জাতীয়

Vande Bharat train Coach Catches Fire


দেশের সর্বোচ্চ গতির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে আগুন। সোমবার সকাল ৮টা নাগাদ ভোপাল থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসের ব্যাটারি বক্সে আগুন ধরে যায়। মধ্য প্রদেশের কুরওয়াই কেথোরা স্টেশনে ঘটনাটি ঘটেছে। আগুন জ্বলতে দেখেই ট্রেনটি থামিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। মধ্য পশ্চিম রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারীক রাহুল শ্রীবাস্তব জানিয়েছেন, ট্রেনটি সকাল ৫টা ৪০ মিনিটে ভোপাল থেকে ছেড়ে যায়। রানি কমলাপতি স্টেশন ছাড়ার পরেই অগ্নিকাণ্ডটি ঘটে। ট্রেনের সি- ১৪ নম্বর কোচের নীচে আগুন ধরে যায়। রেল সূত্রে খবর কোচটিতে ২০ থেকে ২২ জন যাত্রী ছিলেন। 

আগুনের আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। ট্রেনটিকে কুরওয়াই-কাইথোরা স্টেশনে থামিয়ে দেওয়া হয়। যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। আগুন লাগার ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। রেল সূত্রে খবর, বন্দে ভারতের একটি কোচের ব্যাটারি বক্সে আগুন ধরে যায়। ঘটনাস্থলে দ্রুত দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে  আনে। রেলের তরফ থেকে এই অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা শুরু হয়েছে।

Comments :0

Login to leave a comment