GENERAL KNOWLEDGE — TAPAN KUMAR BIRAGAYA — Khyber Pakhtunkhwa PAKISTAN — NATUNPATA | 25 APRIL 2025

জানা অজানা — তপন কুমার বৈরাগ্য — বিশ্বের সবচেয়ে সুন্দর উপত্যকা — নতুনপাতা — ২৫ এপ্রিল ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

GENERAL KNOWLEDGE  TAPAN KUMAR BIRAGAYA  Khyber Pakhtunkhwa PAKISTAN  NATUNPATA  25 APRIL 2025

জানা অজানানতুনপাতা, বর্ষ ৩

বিশ্বের সবচেয়ে সুন্দর উপত্যকা
তপন কুমার বৈরাগ্য

 

বিশ্বের সবচেয়ে সুন্দর উপত্যকা পাকিস্তানের কাঘান উপত্যকা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ারের মালশেরা জেলায় অবস্থিত
এই উপত্যকাটি।১৫৫ কিলোমিটার বিস্তৃত এই উপত্যাকাটি। পাকিস্তানের উষ্ণতা সবচেয়ে বেশি।পাকিস্তানের জেকোবাবাদ
এশিয়ার মধ্যে সবচেয়ে উষ্ণতম স্থান।যেখানকার তাপমাত্রা ৫০থেকে ৫৫ডিগ্রি সেলসিয়াস।কিন্তু আশ্চর্যের বিষয় কাঘান
উপত্যকায় তাপমাত্রা১০ডিগ্রি থেকে ২০ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।একটা দেশে সম্পূর্ণ বিপরীতধর্মী আবহাওয়া।
কাঘান উপত্যকা হিমালয়ের উত্তর পশ্চিমাঞ্চলের নাঙ্গা পর্বতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা৩৬৮২ফুট।
একদিকে নীল পর্বত এবং অন্যদিকে সবুজ পর্বত নিয়ে গঠিত এই উপত্যকা অঞ্চলটি।উপত্যকা দিয়ে বয়ে চলেছে বিশ্বের
সবচেয়ে সুন্দর নদী কুনহার।খুব স্বচ্ছ তার জল।প্রবাহিত জল সুর তাল ছন্দ নিয়ে যেন বয়ে যাচ্ছে।এই নদীকে একবার যে
দেখবে সে আর সহজে তাঁর দৃষ্টি অন্যদিকে ফেরাতে পারবে না। কাঘান উপত্যকায় আছে সুন্দর স্বচ্ছ হ্রদ ,স্ফটিকের 
মতন জলপ্রপাত ,হিমশীতল পর্বতমালা। এখানে পাহাড়ের ধাপে ধাপে সুন্দর সব বাড়ি। যেন স্বপ্নের এক পর্যটন কেন্দ্র
গড়ে তুলেছে।উপত্যকা অঞ্চলেও আছে ছোট ছোট কারুকার্যময় বাড়িঘর। এখানকার হ্রদে আছে ভ্রমণের জন্য মোটরযান।
পর্যটকরা এই হ্রদে বেড়াতে খুব ভালোবাসেন। পর্যটকদের থাকা খাওয়ার জন্য এখানে বেশ কিছু রিসোর্ট গড়ে উঠেছে।
সারা বছরই ভ্রমণপিপাসু মানুষ এখানে ভ্রমণে আসেন। তবে গ্রীষ্মকালের আবহাওয়া এখানে সবচেয়ে বেশি সুন্দর।
ঝলমলে সূর্যের আলোয় সবকিছু যেন ঝলমলে হয়ে ওঠে। দুপাশের নীল সবুজ পাহাড়দুটি যেন পর্যটকদের জন্য
নিজেদের উজাড় করে দেয়।ঠান্ডা আবহাওয়ার জন্য এখানে আলপাইন জলবায়ু এবং আলপাইন জাতীয় বৃক্ষ জন্মায়।
যে জলবায়ুকে পাহাড়ী জলবায়ুও বলা হয়। এখানে যেসব গাছ জন্মায় সেইসব গাছগুলি হলো সেজ,ফরস,কুশল প্ল্যান্ট ইত্যাদি।
এখানে সুন্দর সুন্দর ঘাসের উপর দিয়ে হেঁটে যাওয়া দারুণ এক আনন্দের ব্যাপার। উপত্যকা অঞ্চলে অনেক সুন্দর
সুন্দর ফুলও ফোটে। উপত্যকা অঞ্চলে বেশ কিছু কৃষিজ ফসলও হয়।এখানে যে সমস্ত পর্যটকেরা ঘুরে গেছেন তাঁরা
একবাক্যে স্বীকার করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে সুন্দর উপত্যকা কাঘান উপত্যকা। 
 

Comments :0

Login to leave a comment