Falaknuma Express

সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনামা এক্সপ্রেসে আগুন, যাত্রীরা নিরাপদে

জাতীয়

Falaknuma Express


ফের খবরের শিরোনামে উঠে এল ভারতীয় রেল। ফলকনামা এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ যাওয়ার পথে পগিদিপল্লী-বোম্বাইপল্লী স্টেশনের কাছে ফলকনামা এক্সপ্রেসে আগুন ধরে যায়। সেকেন্দ্রাবাদে ঢোকার আগেই এস ৪, এস ৫, এস ৬ এই চারটি বগিতে আগুন ধরে যায়। আতঙ্ক দেখা দেয় ট্রেন যাত্রীদের মধ্যে। বেশ কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে। দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া চেষ্ট করা হয় রেলের তরফে। যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে আনা হয়। ফলকনামা এক্সপ্রেসের চারটি কামরা পুড়ে ছাই হয়ে গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে যান রেলের ইঞ্জিনিয়াররাও। রেলের প্রাথমিক অনুমান যান্ত্রিক গোলযোগের কারণেই শর্ট সার্কিটের জেরে ট্রেনটিতে আগুন লেগে থাকতে পারে। যদিও আগুন ললাগার সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট নয়।


 

Comments :0

Login to leave a comment