BIKASH BHATTACHARYA

চাকরি প্রার্থীদের ঠকিয়েছে, দায়ী সরকারই : বিকাশরঞ্জন ভট্টাচার্য

রাজ্য

‘‘মানুষের বোঝা উচিত দুর্নীতিগ্রস্থ রাজনৈতিক দলকে ক্ষমতা আনলে কেমন বিপদ আসতে পারে। চাকরি প্রার্থীদের ঠকিয়েছে সরকার। টাকার বিনিময় যেই চাকরি হয়েছে সেই টাকা আদায় করা উচিত।’’ এসএসসি রায়ের পরিপ্রেক্ষিতে এমনই মন্তব্য করলেন আইনজীবী তথা সিপিআই(এম) নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।
২০২১ সালের অক্টোবর মাসে প্রথম আদালতের সামনে এসএসসি দুর্বীতির কথা সামনে আনেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। পূর্বে মামলার শুনানির সময়ে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, নিয়োগ দুর্নীতির জাল বহু দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সরকারি আধিকারিকদের একটি অংশ এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আদালতের উচিত তাঁদের খুঁজে বের করা। নিয়োগ দুর্নীতিতে রাজ্যের মানুষের টাকা নয়ছয় হয়েছে। সেই টাকা ফেরতের উপায় আদালতের বের করা উচিত। অনুমোদিত পদের বাইরে যে অতিরিক্ত নিয়োগ হয়েছে, তা বাতিল করা উচিত। এই নিয়োগ দুর্নীতিতে যুক্ত অনেককে যেমন গ্রেপ্তার করা হয়েছে, তেমন অনেকে বাইরে রয়েছে। ফলে আদালত এই মামলায় দৃষ্টান্তমূলক নির্দেশ দিক, যাতে দুর্নীতি বন্ধ করার পক্ষে তা উপযুক্ত হয়।

Comments :0

Login to leave a comment