রবিবার বিশ্ব প্রতিবন্ধী দিবস রাজ্যের কয়েক হাজার মানুষের ভিড়ে উত্তাল হলো রানি রাসমণি রোড। রবিবার পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মিলনীর ডাকে হয়েছে এই সমাবেশ। শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে সমাবেশে যোগ দেওয়া জনতাকে অভিনন্দন জানিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
সমাবেশে বক্তব্য রেখেছেন শিক্ষাবিদ পবিত্র সরকার, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, আইনজীবী বিকাশ ভট্টাচার্য। প্রতিবন্ধী সম্মিলনীর সাধারণ সম্পাদক কান্তি গাঙ্গুলি কেন্দ্রীয় আইনকে রাজ্যে প্রয়োগের দাবি জানিয়েছেন।
২০১৬ সালে প্রতিবন্ধী আইন প্রণয়ন করতে সরকারকে বাধ্য করেছিল আন্দোলন। কান্তি গাঙ্গুলি বলেন, এ রাজ্যের শাসকদল আইন কার্যকর করতে সমানে গড়িমসি করে চলেছে। এই আইনকে কার্যকর করার দাবিতে ২০১৭ এবং ২০১৮ সালেও তুমুল বিক্ষোভেও শামিল হয়েছিলেন বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষ।
এ বছর বিশ্ব প্রতিবন্ধী দিবসের মূল থিমটি ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ- ‘‘সুগম্য এবং সমতাময় সমাজ গঠনের লক্ষ্যে নতুনতর পদক্ষেপে এগিয়ে যেতে হবে’’।
রানি রাসমণি রোড প্রতিবন্ধী সম্মিলনীর ঝান্ডা , ব্যানারে ছয়লাপ ছিল। দাবি জানাো ফ্লেক্স, ব্যানারে সজ্জিত। সমাবেশ নজর কেড়েছে বহু সাধারন মানুষেরও। বিমান বসু বলেছেন, ‘‘প্রতিবন্ধকতার কারণগুলিকে চিহ্নিত করে সরকারের যেমন ভূমিকা নিতে হবে তেমনই তাঁদের জীবন-জীবীকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কিন্তু বর্তমান কেন্দ্র ও রাজ্যের সরকার এই প্রতিবন্ধী মানুষদের জন্য ভাবিত নয়। এমনকি আইন, সংবিধান অনুযায়ী তাদের যা যা প্রাপ্য সেগুলি থেকেও তাদের বঞ্চিত করে রাখা হচ্ছে।’’
বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছেন, ‘‘বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষজন এই সমাজের অঙ্গ। তাঁদের ব্রাত্য করে রাখাটা ঠিক নয়। সঠিক সুযোগ সুবিধা পেলে তারাও সামাজিক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বিশ্বে এমন অজস্র নজির রয়েছে।’’
আইনজীবী ও সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, ‘‘রাজ্যের বর্তমান শাসকদল কোটি কোটি টাকা ব্যয় করে মেলা, খেলা উৎসব করেন। অথচ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে যে মানুষগুলো বেঁচে থাকার লড়াই নিত্যদিন চালিয়ে যাচ্ছেন তাঁদের জন্য ন্যূনতম বন্দোবস্ত করে না।’’
শিক্ষাবিদ পবিত্র সরকার এদিন প্রতিবন্ধীদের দাবি আদায়ের মেজাজকে কুর্ণিশ জানিয়ে বলেছেন, ‘‘বর্তমানে শাসক দল নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ নিয়ে ব্যস্ত। মানুষের স্বার্থ দেখার সময় বা ইচ্ছে তাদের নেই, তাই জোরদার লড়াইয়ের মধ্য দিয়েই বার বার তাদের কানে পৌঁছে দিতে হবে দাবি আদায়ের কথা।’’
কান্তি গাঙ্গুলি এদিন প্রতিবন্ধীদের জীবন-জীবীকার স্বার্থের কথা উল্লেখ করে বলেন, ‘‘ প্রতিবন্ধীদের বহু সমস্যা সঙ্কট আছে। সেগুলি নিয়ে আমাদের লড়াই জারি আছে। আমরা চাই দ্রুত এ রাজ্যে কেন্দ্রীয় প্রতিবন্ধী বিষয়ক আইন কার্যকর হোক। একশো দিনের কাজে প্রতিবন্ধীদের যুক্ত করা, বাজার মূল্যের সঙ্গে সাযুজ্য রেখে প্রতিবন্ধীদের মানবিক ভাতা বাড়ানো জরুরি। প্রতিবন্ধীদের সামাজিক মর্যাদা, অর্থনৈতিক পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে।
এদিনের সমাবেশ পরিচালনা করেন অনির্বাণ মুখার্জি।
Disabled Persons Day Kolkata
‘চালু হোক আইন’, প্রতিবন্ধী দিবসে কলকাতায় সমাবেশ
×
Comments :0