প্রত্যাশামতই রবিবার ১৭আগস্ট ডুরান্ড কাপের ডার্বিতে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ডুরান্ডের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়েছে যে ডুরান্ডের চতুর্থ কোয়ার্টার ফাইনালে রবিবার যুবভারতীতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এটি এই মরশুমের দ্বিতীয় ডার্বি হতে চলেছে। প্রথম ডার্বিতে কলকাতা লিগে কল্যাণীর মাঠে ৩-২গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। এবার তা ফিরিয়ে দিতে নামবে সবুজ মেরুন। দুই দলই গ্ৰুপ শীর্ষে থেকেই কোয়ার্টারের যোগ্যতা অর্জন করেছে। ফলে লড়াই হবে বেশ হাড্ডাহাড্ডি। ওইদিনই বিকেল ৪টে থেকে জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কম্পেলেক্স স্টেডিয়ামে জামশেদপুর এফসির বিরুদ্ধে নামবে ডায়মন্ড হারবার এফসি। তার আগের দিন ১৬আগস্ট বিকেল ৪টে থেকে শিলংয়ে নামবে শিলং লাজং এবং ইন্ডিয়ান নেভি। সন্ধ্যা ৭টায় নামবে বোডোল্যান্ড এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি।
DURAND CUP 2025
রবিবার ডুরান্ডের ডার্বি

×
Comments :0