ISRO

ইসরোর ডাকে ঘুম ভাঙল না বিক্রম-প্রজ্ঞানের, চেষ্টা চলবে

জাতীয়

ISRO

 


ইসরোর ডাকে সাড়া দিল না বিক্রম-প্রজ্ঞানের। চাঁদের মাটিতে প্রাথমিক কাজ শেষের পর ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল চন্দ্রযান-৩ অভিযানের ল্যান্ডার বিক্রম আর রোভার প্রজ্ঞানকে। কথা ছিল, চাঁদে যখন আবার সূর্য উঠবে, তখন তাদের ঘুম ভাঙানোর চেষ্টা চালানো হবে। শুক্রবার  সন্ধ্যায় সেই চেষ্টা করার কথা ছিল। কিন্তু শুক্রবার ইসরোর সেই চেষ্টা সফল হয়নি।
ইসরো জানিয়েছে, বিক্রম বা প্রজ্ঞানের কাছ থেকে কোনও সিগন্যালই এসে পৌঁছায়নি পৃথিবীতে। তবে একই সঙ্গে ইসরো এও জানিয়েছে, সাড়া না পেলেও এখনই হাল ছাড়তে নারাজ তারা। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এক্স হ্যান্ডলে ইসরো লিখেছে, ‘বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। এখনও পর্যন্ত তাদের কাছ থেকে কোনও সিগন্যাল এসে পৌঁছায়নি। তবে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা জারি থাকবে।’


এর কিছু পরে যদিও সংবাদসংস্থা এএনআই’কে ইসরোর স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টারের অধিকর্তা নীলেশ দেশাই বলেন, ‘আমরা ২২ সেপ্টেম্বরের সন্ধ্যায় রোভার ও ল্যান্ডারকে ঘুম থেকে তুলব বলে ঠিক করেছিলাম। কিন্তু কয়েকটি কারণে আমরা আগামীকাল মানে ২৩ সেপ্টেম্বর সেই কাজটা করব। আমরা ল্যান্ডার এবং রোভারকে ঘুম থেকে তুলে পুনরায় সক্রিয় করতে চাইছি।’ দেশাই আরও বলেন, ‘রোভারকে ৩০০-৩৫০ মিটার দূরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু কয়েকটি কারণে সেটা পারিনি আমরা। এখনও পর্যন্ত ১০৫ মিটার গিয়েছে রোভার। শেষবার আমরা ১০ দিনের জন্য সেটিকে চন্দ্রপৃষ্ঠে সরিয়ে ছিলাম।’
নীলেশ দেশাইয়ের কথায় খানিকটা ধন্দ থাকলেও এটা পরিষ্কার, ইসরো এখনই হাল ছাড়ছে না।


 

Comments :0

Login to leave a comment