Chandrakona Students

‘পাড়ায় সমাধান’! চন্দ্রকোনায় পরীক্ষা দিতে হচ্ছে ভেলায়, দেখুন ভিডিও

জেলা

ঝুঁকি নিয়ে পারাপার পরীক্ষার্থীদের।

বন্যায় ভেঙে গেছে কাঠের সেতু। দেড় মাস স্কুলে যেতে পারেনি ছাত্রছাত্রীরা। এবার দুই পর্যায়ের পরীক্ষা শুরু। প্রশাসনকে জানিয়ে হয়নি সুরাহা। নৌকাও পাওয়া যায়নি। কোনোমতে ড্রাম দিয়ে ভেলা বানিয়ে পার হতে হচ্ছে নদী।
চন্দ্রকোনা থানার বান্দিপুর গ্রামপঞ্চায়েত এলাকার বাগপোতা মৌজায় শিলাবতী নদী পারাপারের এই দৃশ্য বুঝিয়ে দিচ্ছে প্রশাসনের উদাসীনতা। ‘দুয়ারে সরকার’ থেকে ‘পাড়ায় সমাধান’ বলে সরকারি কর্মসূচিতে খরচ হচ্ছে টাকা। যার আসল লক্ষ্য তৃণমূলের ভোট জোটানো। কিন্তু নাগরিকরা রয়েছেন চরম বিপাকে।
নদীর একদিকে চারটি গ্রামের পড়ুয়ারাই ওপারের বাগপোতা হাইস্কুলের ৬০ ভাগ। গ্রামের মানুষকে চারটি ড্রামকে শক্তপোক্ত করে বেঁধে তার ওপর বাঁশের মাচা দিয়ে পারাপারের ব্যবস্থা করতে হচ্ছে। স্কুলের পরীক্ষার্থীরাও এই ভাবে ঝুঁকির পারপার করে স্কুলে পরীক্ষা দিতে যায়। তীব্র ক্ষোভ এলাকায়।

Comments :0

Login to leave a comment