kuntal ghosh bail

নিয়োগ দুর্নীতিতে জামিন কুন্তলকে

রাজ্য

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলো কুন্তল ঘোষ । প্রাথমিকে দুর্নীতি মামলায় তৃণমূলের এই যুব নেতাকে গ্রেপ্তার করে ইডি। পরবর্তীতে সিবিআইও তাকে হেফাজতে নেয়। কলকাতা হাইকোর্টে ইডি মামলায় আগেই জামিন পেয়েছিলো কুন্তল ঘোষ। কিন্তু সিবিআইয়ের মামলা থাকার জন্য জেল হেফাজত থেকে মুক্তি পাইনি কুন্তল। সিবিআইয়ের মামলায় জামিনের পর জেল থেকে মুক্তি পাবে ধৃত তৃণমূল নেতা।

শুক্রবার সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষ মুক্তি দিয়েছে কুন্তল ঘোষকে। জামিন চেয়ে একাধিক বার সুপ্রিম কোর্টে আপিল করে এই যুব তৃণমূল নেতা কিন্তু প্রতিবার জামিনেই আবেদন বাতিল করে দেয় উচ্চ আদালত। দীর্ঘদিন ধরে জেলে থাকা সত্ত্বেও ট্রায়াল শুরু হচ্ছে না, এই যুক্তিকে হাতিয়ার করে ফের জামিনের জন্য আপিল করা হয় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্বল ভুঁইয়ার এজলাসে। কুন্তলের আইনজীবী বলেছেন, "তদন্ত কবে শেষ হবে তা নির্দিষ্ট ভাবে জানা যাচ্ছে না।"  জামিন পেলেও কী কী শর্ত থাকবে তা ঠিক করবে ট্রায়াল কোর্ট। ইডির মামলায় জামিনের ক্ষেত্রে যে যে শর্ত গুলি ছিল সেই গুলো জারি থাকবে। তদন্তকারী অফিসারদের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না তিনি।

সম্প্রতি, নিয়োগ দুর্নীতি মামলায় ছাড়া পেয়েছে প্ৰাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর বান্ধবী অর্পিতা মুখার্জি। যে যুক্তি খাড়া করে কুন্তল ঘোষ জামিন পেলেন সেই যুক্তিকে হাতিয়ার করে জামিনের জন্য আবেদন করেছেন পার্থ চ্যাটার্জি। রাজনৈতিক মহলের বক্তব্য সিবিআই-ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি সঠিক সময় তদন্ত প্রক্রিয়া শেষ না করতে পারে তাহলে সাধারণ মানুষের আস্থা থাকবে কী করে। বামপন্থীরা বরাবর বলে আসছে কেন্দ্র রাজ্যের সেটিং তত্ত্বের কথা। সেই সেটিং'এর জন্যই কী  তদন্ত প্রক্রিয়া গাফিলতি করা হচ্ছে প্রশ্ন ওয়াকিবহাল মহলের।  

Comments :0

Login to leave a comment