AC LOCAL TRAIN

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে চালু এসি লোকাল

রাজ্য কলকাতা

শিয়ালদহ- রানাঘাট রুটে চালু হলো এসি লোকাল ট্রেন। রবিবার এই ট্রেনের উদ্বোধন করা হয়। পূর্ব রেলের এই প্রথম এসি লোকাল। সোমবার থেকে জনসাধারণের জন্য চালু করা হবে এই এসি ট্রেন পরিষেবা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই এসি ট্রেনটি প্রতিদিন দু’বার চলবে। সকাল ৮:২৯-এ রানাঘাট থেকে ছেড়ে ১০:১০-এ পৌঁছবে শিয়ালদহে। একইভাবে সন্ধ্যা ৬:৫০ শিয়ালদহ থেকে ছেড়ে ৮:৩২ পৌঁছবে রানাঘাটে। ট্রেনটি দাঁড়াবে বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদায়। এই ট্রেনের রুটের সর্বোচ্চ ভাড়া ১২০ টাকা, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন