BALLON DI OR NOMINATIONS

ব্যালন ডি অরের মনোনয়নে ইয়ামাল , ডেম্বেলেরা

খেলা

বৃহস্পতিবার রাতে ( শুক্রবার ) ব্যালন ডি অরের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। ৩০জন ফুটবলারের এই তালিকায় রয়েছে উসমান , ডেম্বেলে , লামিন ইয়ামাল , ফ্লোরিয়ান উইৎজ , বেলিংহ্যাম , ডোনারুমা , হ্যারি কেন , এম্ব্যাপে , নুনো মেন্ডেজদের নাম। এই মরশুমে পিএসজি যে নজরকাড়া ফুটবল খেলেছে তার নেপথ্যে রয়েছে মোট চারজন ফুটবলার উসমান ডেম্বেলে , নুনো মেন্ডেজ , ভিটিনহা , জোয়াও নেভেসরা। এদের সকলেই রয়েছেন এই তালিকায়। এছাড়াও গত বছর  ইউরো , গত মরশুমে লা লিগা জয় করেছেন স্পেনের ১৮বছরের লামিন ইয়ামাল। নিজের ফুটবল শৈলী দিয়েই মুগ্ধ করেছেন দর্শকদের। তিনিও রয়েছেন তালিকায়। এই মরশুম রিয়াল মাদ্রিদের জন্য খুব সুখকর না গেলেও এম্ব্যাপে , বেলিংহ্যাম , ভিনিসিয়াসরা রয়েছেন এই তালিকায়। গত মরশুমে নিজেদের ২০তম জাতীয় ও দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা অর্জন করেছে লিভারপুল। সেই দলের দুই সেরা পারফর্মার ভ্যান ডাইক ও মহম্মদ সালাহ রয়েছেন তালিকায়। গত মরশুমে ৩৮ম্যাচে ২৯গোল করে জয় করেছিলেন প্রিমিয়ার লিগের গোল্ডন বুট ( সর্বোচ্চ গোলদাতার পুরস্কার )। পিএসজির হয়ে স্টার পারফরমেন্স করা ছাড়াও পর্তুগালের হয়েও নুনো মেন্ডেজ , ভিটিনহা , জোয়াও নেভেসরা জয় করেছেন নেশনস লিগ। ব্যালন ডি অরের ক্ষেত্রে ক্লাব ছাড়াও দেশের ফুটবলের সাফল্যকেও গণনা করা হয়।

ব্যালন ডি অরের  ইতিহাস ও ঐতিহ্য বেশ পুরোনো। ১৯৫৬সাল থেকে এই ট্রফি দেওয়া শুরু হয়। প্রথমবার এই ট্রফি জিতেছিলেন ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউস। এরপর দুইবার রিয়াল মাদ্রিদের কিংবদন্তি  আলফ্রেড ডি স্টিফানো , ৩বার ডাচ ও বিশ্ব ফুটবলের ' টোটাল ফুটবলের জনক ' ' জোহান ত্রুয়েফ জিতেছিলেন এই ট্রফি , জার্মান কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার জিতেছেন ২বার। ২০০৮ থেকে এক নতুন যুগের সূচনা হয় ব্যালন ডি অরের ইতিহাসে। সেবছর চ্যাম্পিয়ন্স লিগ , এফএ কাপ , প্রিমিয়ার লিগ জয় করেছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। জিতেছিলেন ব্যালন ডি অরও। এরপর ২০০৯ , ২০১০ , ২০১১ ও ২০১২তে পর পর চারবার এই ট্রফি যেতেন লিওনেল মেসি। ২০১৩ ০ ২০১৪তে পর পর দুইবার ব্যালন ডি অর যেতেন রোনাল্ডো। ২০১৫ তে মেসি , ২০১৬ ও ১৭তে রোনাল্ডোর পর ২০১৮তে জেতেন লুকা মড্রিচ। ২০১৯ , ২০২০ এবং ২০২১ এ শেষবারের মতো জেতেন মেসি।অর্থাৎ প্রায় ১০বছরেরও বেশি সময় ধরে এই পুরস্কার উঠেছে এই দুই মহাতারকার হাতেই। তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল ফুটবল জগতের ব্যক্তিগত পুরস্কারের মধ্যে সবথেকে সেরা এই পুরস্কার। তবে প্রায় ৫বছরেরও বেশি সময় ধরে এই পুরস্কারের মনোনয়নে নাম নেই রোনাল্ডো ও মেসির। সর্বাধিক মোট আটবার ব্যালন ডি অর জিতেছেন মেসি , রোনাল্ডো জিতেছেন ৫বার। তাদের যুগ শেষ হয়েছে। এই দুই ফুটবলারই হয়ত কয়েকবছরের মধ্যেই নাম লেখাবেন প্রাক্তনদের তালিকায়। তাদের ফেলে আসা ঐতিহ্যের চাবিকাঠি থাকতে চলেছে এম্ব্যাপে , ডেম্বেলে , ভিনিসিয়াস , লামিন ইয়ামালদের হাতেই ।      

Comments :0

Login to leave a comment