আগামী শনিবার যুবভারতীতে ডুরান্ড কাপের ম্যাচে নামবে মোহনবাগান। তাদের প্রতিপক্ষ কিবু ভিকুনার দল ডায়মন্ড হারবার এফসি। তার আগের দিন শুক্রবারের প্রেস কনফারেন্সে এসে মোহনবাগান কোচ মলিনা বলেন ' আমার কাছে হয়তো সবাই নেই। তবে আমার কোনো অভিযোগ নেই। আমরা মোহনবাগান। আমরা কাল সেরা দলই নামাবো জেতার জন্য ' । প্রথম ম্যাচে ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন আপুইয়া। নিয়মানুযায়ী লাল কার্ড দেখা খেলোয়াড় আগামী দুইএই খেলতে পারেনা। তবে এই ব্যাপারে ডুরান্ডের শৃঙ্খলারক্ষা কমিটিকে মোহনবাগান আবেদন করায় আপুইয়ার শাস্তি এক ম্যাচের জন্য কমানো গেছে । অর্থাৎ শনিবারের ম্যাচে মলিনা পেতে চলেছেন তার মাঝমাঠের অন্যতম কান্ডারীকে। এই বিষয়ে মলিনা বলেন ' আপুইয়া আমার পরিকল্পনায় রয়েছে '। ডায়মন্ড হারবার দলের কোচ কিবু ভিকুনা। ২০২০ তে সবুজ মেরুনে দ্বিতীয়বার আইলিগ জয়ের অন্যতম কারিগর। সেই দলের কোচ ছিলেন কিবু। কিবুর বিষয়ে প্রশ্ন করায় মিলনা বেশ সম্মানের সঙ্গেই জানালেন ' ওদের কোচ কিবু ভিকুনা । উনি মোহনবাগান লেজেন্ড। উনিই মোহনবাগানকে দ্বিতীয়বার আইলিগ জিতিয়েছিলেন। ম্যাচটা খুব ভাল হবে। ওদের দল খুব ভালো খেলছে ' । এই ম্যাচে চোটের কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাবেনা মোহিনবাগান। তালিকায় নাম রয়েছে কিয়ান, মনবীরদের। তবে এই নিয়ে কোনো অজুহাত না দিয়ে মলিনা বলেন ' কিয়ান আর মনবীর কালকের ম্যাচে নেই। আলবার্তো নেই কালকের ম্যাচে। আমাদের সব খেলোয়াড়রাই ৯০ মিনিটের জন্যই তৈরী। এমনকি দিমিও তৈরি খেলার জন্য। কিন্তু অনেকেরই চোট রয়েছে। আমার কাছে সব থেকে গুরত্বপূর্ন হল যেন কারোর চোট না লাগে। দীপেন্দুও নেই কালকের ম্যাচে। আমার কাছে হয়তো সবাই নেই। তবে আমার কোনো অভিযোগ নেই। আমরা মোহনবাগান। আমরা কাল সেরা দলই নামাবো জেতার জন্য ' । কলকাতা লিগের খেলোয়াড় রোশন আর লেওয়ান গত ম্যাচে খেলেছিলেন। শনিবারের ম্যাচে তারা সুযোগ পেতে পারেন। তাদের নিয়েও বেশ ভুয়সী প্রশংসা করেন মলিনা। পরবর্তীতে লিস্টন কোলাসো সাংবাদিক সম্মেলনে এসে বলেন ' এই মরশুমের শুরু থেকেই ভালো খেলছি। প্রথম মরশুমে আমি ভালো খেলেছিল। এই মরশুমেও ভালো খেলছি। এটাকেই আমি এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের সামনেই এএফসি প্রতিযোগিতা রয়েছে। তাই খুব ভালো পারফর্ম করতে হবে ' ।
প্রাক্তন কোচ কিবু ভিকুনার বিরুদ্ধে নামার আগে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে মোহনবাগান দলকে। শুক্রবার গভীর রাতে শহরে এসেও দিমি পেট্রাটস অনুশীলনে নেমে পড়েন। মূল দলের সঙ্গেই অনুশীলন করছিলেন তিনি। শুক্রবার ছিল মোহনবাগান কোচ জোসে মলিনার জন্মদিন। তাই অনুশীলন শুরুর আগে কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হয়। গত ম্যাচে ডায়মন্ড হারবার দল বিএসএফ দলকে ৮ গোলে হারিয়েছিল। প্রত্যেকটি গ্রুপ থেকে একটি করে দল এবং সব গ্রুপ মিলিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দুটি দল সুযোগ পাবে ডুরান্ডের পরবর্তী কোয়ার্টার ফাইনাল পর্বে। তাই শনিবারের এই ম্যাচে জিততেই হবে মোহনবাগানকে। কারণ গোল পার্থক্যে এই মুহূর্তে শীর্ষে রয়েছে কিবু ভিকুনার দল। প্রাক্তন কোচের দলকে তাই হারিয়েই পরবর্তী পর্বে শীর্ষ দল হিসেবেই যেতে মোহনবাগান।
Comments :0