প্যালেস্তাইন বিধ্বস্ত। এবার পুরোদমে যুদ্ধ ছড়ানোর আশঙ্কা লেবাননে। রবিবার ইজরায়েলের সেনার দাবি, লেবাননের দক্ষিণে হিজবুল্লার ঘাঁটিতে ছোঁড়া হয়েছে ক্ষেপণাস্ত্র।
ইজরায়েলের যুক্তি, গোলান হাইটসে লেবাননের হিজবুল্লার ক্ষেপণাস্ত্র পড়েছিল খেলার মাঠে। মাজদাল শামসে ১২ জন নিহত ওই হানায়। তার বদলা নিতে এই আক্রমণ।
প্যালেস্তাইনের গাজায় হানাদারি অব্যাহত রেখেছে ইজরায়েল। গাজার অসামরিক প্রতিরক্ষা বিভাগ জানাচ্ছে শেষ চব্বিশ ঘন্টায় এই ভূখণ্ডে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে ইজরায়েলী সেনার হানায়।
লেবাননের সরকার সংঘাত না বাড়ানোর আর্জি জানিয়েছে হিজবুল্লা এবং ইজরায়েল, দু’পক্ষেরই কাছে। তবে ইজরায়েল শনিবারের যে হামলার জন্য হিজবুল্লাকে দায়ী করছে, লেবাবনের এই গোষ্ঠীর দাবি তারা এর সঙ্গে একেবারেই যুক্ত নয়।
ইজরায়লের সংবাদমাধ্যম জানাচ্ছে, মাজদাল শামসের নাশকতাকে কাজে লাগিয়ে পুরোদমে যুদ্ধে নামতে চাইছে ইজরায়েল। লেবাননে শুরু হতে পারে বোমাবর্ষণ। তবে নতুন ভৌগলিক অঞ্চলে সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ার মুখে ইজরায়েলকে সতর্ক করেছে মিশর। ইজরায়েলের সংবাদমাধ্যম জানাচ্ছে যে মিশর পশ্চিম এশিয়ায় সশস্ত্র সংঘাত ছড়িয়ে না দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। মিশরের বিদেশ মন্ত্রক সোশাল মিডিয়ায় পোস্ট করে লেবাননকে সমর্থন জানিয়েছে।
মিশরের বিদেশ মন্ত্রক বলেছে, ‘‘এখনই গাজা সহ পুরো এলাকায় সম্পূর্ণ যুদ্ধবিরতি চালু করতে হবে। গাজা ভূখণ্ডে অমানবিক পরিস্থিতি চলছে। আন্তর্জাতিক স্তর থেকে এই সঙ্কট মোকাবিলার উদ্যোগ নিতে হবে।’’
রবিবার ইজরায়েল-লেবানন সংঘাতে নতুন মাত্রা যোগ হয়েছে কারণ সীমান্তের ওপারে গভীরে গিয়ে বোমা ফেলেছে ইজরায়েলি যুদ্ধবিমান।
গোলান হাইটস, যেখানে হানার জন্য লেবাননের হিজবুল্লাকে দায়ী করছে ইজরায়েল, ১৯৬৭-তে ‘ছয়দিনের যুদ্ধে’ সেই ভূখণ্ড সিরিয়ার থেকে দখল করে নিয়েছিল ইজরায়েল। ইজরায়েলের পিছনে বরাবরের মতো ছিল পশ্চিমী শক্তি। আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে পাশ প্রস্তাব অনুযায়ী এই এলাকায় ইজরায়েল দখলদারিতে হাসিল করেছে। এই এলাকার আদি আরব বাসিন্দাদের কোণঠাসা করতে ইজরায়েল থেকে লোক পাঠিয়ে নতুন নতুন বসতি তৈরি করা হয়েছে। এই এলাকার দ্রুজ আরব জনজাতির বাসিন্দারা নিজেদের সিরিয়ান বলেই পরিচয় দেন। ইজরায়েলের নাগরিকত্ব নিতে অস্বীকার করেন।
LEBANON ISRAEL
লেবাননের গভীরে হামলা ইজরায়েলের, সংঘাত ছড়ানোর শঙ্কা
×
Comments :0