LEFT RALLY PALESTINE

যুদ্ধবিরতির পক্ষে বলতে হবে ভারতকে, দাবি কলকাতার মিছিলে

রাজ্য কলকাতা

LEFT RALLY PALESTINE বুধবার যুদ্ধবিরতির দাবিতে মিছিল তখন শিয়ালদহে। ছবি: মনোজ আচার্য

সৌরভ গোস্বামী

প্যালেস্তাইনে গণহত্যার অভিযানকে ভারত সরকার সমর্থন জানিয়েছে। কিন্তু দেশের মানুষ সমর্থন করছে না। এই বার্তা দিয়েই পথ হাঁটল বামপন্থীদের ডাকা মিছিল। নরেন্দ্র মোদী সরকারকে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিতে হবে, উঠেছে দাবি।

বুধবার মহাজাতি সদন থেকে রামলীলা ময়দান পর্যন্ত হয় মিছিল। শুরু এবং শেষে হয়েছে সংক্ষিপ্ত সভা। রামলীলা ময়দানে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘‘আরএসএস-বিজেপি হিটলারের সমর্থক। ইহুদিদের হত্যা করেছিল হিটলার। আরএসএস তার সমর্থক। এখন এরাই ইহুদিদের রক্ষা করার নামে প্যালেস্তাইনের জনতাকে হত্যার অভিযান সমর্থন করছে।’’

সেলিম বলেন, ‘‘এই যু্দ্ধের পিছনে প্রধান মদতদাতা মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্রাজ্যবাদের কৌশলেই ইজরায়েলকে সমর্থন জানাচ্ছে আমেরিকা। আর এশিয়ায় আমেরিকার সহযোগী অক্ষে ভারতকে টেনে বসিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা থেকে ভারত। সেই ভারত রাষ্ট্রসঙ্ঘে যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে। অথচ ১২০ দেশের সমর্থনে পাশ হয়েছে সেই প্রস্তাব। ভারত তার চিরাচরিত বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হচ্ছে।’’

প্যালেস্তাইনে, বিশেষ করে গাজা শহরে, ইজরায়েলের দখলদারির তীব্র বিরোধিতা করেন তিনি। সেলিম বলেন, ‘‘আরএসএস এবং বিজেপি’র অনুগামীরা এই দখলদারিকে ইহুদি বনাম মুসলিম বলে প্রচার করছেন। বহু ইহুদি মানুষ বিশ্বজুড়ে এই যুদ্ধের বিপক্ষে। ১০ হাজার ছাড়িয়েছে মৃত্যু। ৪ হাজারের বেশি শিশু মারা গিয়েছে।’’

তিনি বলেন, ‘‘ভারত সরকার যুক্তি দিচ্ছে সন্ত্রাসবাদের বিরোধিতা করার জন্য ইজরায়েলের যুদ্ধ অভিযানকে সমর্থন করা হচ্ছে। কোন সন্ত্রাসবাদ? রাষ্ট্রসঙ্ঘে পাশ হয়েছিল প্রস্তাব যে প্যালেস্তাইন এবং ইজরায়েল দু’টি পৃথক রাষ্ট্র হবে। আমরা সেই প্রস্তাবকে সমর্থন জানিয়ে এসেছি। বিশ্বের বহু মানুষ এই প্রস্তাবের সমর্থক। ইজরায়েল এই প্রস্তাবকে মানেনি। প্যালেস্তাইনের মানুষের নিজের রাষ্ট্রের অধিকার থাকতে হবে। ৭৫ বছর ধরে প্যালেস্তাইনের জমি দখল করে গিয়েছে ইজরায়েল। ভারত বরাবর প্যালেস্তাইনের মানুষের স্বাধীনতার পক্ষে। চাপে পড়ে বিদেশমন্ত্রক সে কথা স্বীকার করেছে। তা’হলে যুদ্ধকে সমর্থন কেন?’’ 

সেলিম বলেন, যুদ্ধ কোনও সমাধান নয়। তাছাড়া যুদ্ধেরও নিয়ম আছে। ইজরায়েল কোনও নিয়মকানুনের তোয়াক্কা করে না। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ দায়ের করতে হবে। বামপন্থীরা সাম্রাজ্যবাদী যুদ্ধকে সমর্থন করে না। যুদ্ধ আসলে ব্যবসা। জিনিসের দাম থেকে জীবিকা নিয়ে মানুষ যখন নাজেহাল, সরকার কোনও পধক্ষেপ নিতে নারাজ, তখন যুদ্ধোন্মাদনা ছড়িয়ে দেওাব হয়। বামপন্থীরা তার বিরুদ্ধেই থাকবে।’’  

মিছিলের শুরুতে মহাজাতি সদনে সভায় সভাপতিত্ব করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। মিছিলে বামফ্রন্টের বাইরে বামপন্থী দলগুলিও যোগ দিয়েছে। বক্তব্য রেখেছেন সিপিআই’র রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি, আরএসপি’র তপন হোড়, ফরওয়ার্ড ব্লকের নরেন চ্যাটার্জি, সিপিআই-এমএল(লিবারেশন)’র অভিজিৎ মজুমদার, এসইউসিআই’র তরুণ মণ্ডল প্রমুখ।

Comments :0

Login to leave a comment