NATUNPATA / NATUN BANDHU STORY

নতুনপাতা নতুন বন্ধু শ্রীজা মুখার্জী'র গল্প

ছোটদের বিভাগ

NATUNPATA   NATUN BANDHU STORY

নতুন বন্ধু / গল্প

প্রিয় বন্ধু

শ্রীজা মুখার্জী


এক দেশে একদিন একটা রাজা ঠিক করলো যে সে একটা মুনির কাছে যাবে পরামর্শ নিতে যে কি করে তার একটা মেয়ে হবে, কারণ তার একটাই ছেলে ছিল। মুনি বলল কিছু টুকটাক যজ্ঞ করলেই মেয়ে হতে পারে কিন্তু একটা শর্তে কেউ যেন রাজকুমারীকে ভাল না বাসে, ওকে যদি ভালবাসে তাহলে ও দশ বছর বয়সে এক নিষ্ঠুর ডাইনী হয়ে যাবে । রাজা ভাবল ‘এ আবার কেমন শর্ত' । সে এইসব চিন্তা করতে করতেই চমকে গেল যখন সে দেখল মুনি আসলে মানুষ নয়, সে একটা রাক্ষসের দাদা এবং সে নিজেও এক বাজে রাক্ষস । রাজা কাউকে কিছু বলল না, দুদিন পর যজ্ঞ করে তারা একটা ফুটফুটে ও সুন্দর রাজকুমারী পেল । যখন রাজকুমারীর ৫ বছর বয়স তখন তার রূপ দেখে পশুপাখীরা তার সঙ্গে বন্ধুত্ব করলো । প্রতিদিন বিকেলবেলা ওরা আসতো রাজকুমারীর সঙ্গে কথা বলতে, রাজকুমারীও ওদের কথা বুঝতে পারত । যখন তার ৮ বছর বয়স তখন তার সঙ্গে এক যুবকের বন্ধুত্ব হল । তারা খুব ভাল বন্ধু ছিল, এতটাই ভাল বন্ধু যে রাজকুমারীর সব জিনিসই প্রায় তার বন্ধুর কাছে থাকতো, এবং রাজকুমারেরও সব জিনিষই প্রায় রাজকুমারীর কাছে থাকতো । যখন রাজকুমারী ১০ বছর বয়স তখন সে আসতে আসতে ডাইনী হয়ে উঠল।


রাজকুমারের কাছে সেই খবর গেল । তারপরের দিনই কিছু লোক দেখল একটি টিয়া পাখী বলছে গোলাপ জলে মুখ ভেজাও কাজে দেবে এই বলে সে উড়ে গেল । রাজকুমারের কানে এই খবর গেল । সে সব বুঝতে পেরে একটি বড় কলসীতে জল ঢাললো, তারপর অনেক গোলাপ তার উপর ছড়িয়ে দিল । তারপর রাজকুমারীকে অনেক কষ্টে তাতে মুখ ডোবানো হল । কিছুক্ষন ওরম থাকার পর রাজকুমারী আবার মেয়ে হয়ে গেল । সবাই খুব আনন্দিত । রাজকুমারের সাথে রাজকুমারীর বিয়ে হল ।

Comments :0

Login to leave a comment