শনিবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে গণ কনভেনশন হয়। যার নাম দেওয়া হয়েছে ‘জন সম্মেলন’ (দেখুন ভিডিও)। এদিন বেলা ৩ টে থেকে এই কনভেনশন শুরু হয়। বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ও সিনিয়ার ডাক্তাররা এই কনভেনশনে বক্তব্য রাখেন। গত ৯ অগাস্ট এই নারকীয় ঘটনা ঘটে আরজি করে। ৯ নভেম্বর এই ঘটনার তিন মাস হবে। সেই দিন ফের রাজ্য জুড়ে পথে নামতে চলছে জুনিয়ার চিকিৎসকরা। কনভেনশনের মঞ্চ থেকে জানলেন জুনিয়র চিকিৎসক দেবাশীষ হালদার। সাধারণ মানুষও এদিন উপস্থিত ছিলেন জন সম্মেলনে। চিকিৎসক ও সাধারণ মানুষের সমাগমে প্লাটিনাম জুবলী সম্পূর্ণ ভরে গেলে আরো কয়েকটি অডিটোরিয়ামে স্ক্রিন লাগিয়ে সাধারণ মানুষকে বসার সুযোগ করে দেন জুনিয়র চিকিৎসকরা।
সম্মেলন শুরু হয় নবারুন ভট্টাচার্যের কবিতা 'এই মৃত উপত্যাকা আমার দেশ না' কবিতার অংশ দিয়ে। শুরু করেন জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ। তিনি বলেন ‘‘অনেক দিন ধরে আরজি কর হাসপাতালে অরাজকতা তৈরি হয়েছিল। ছিল না কোনও গণতান্ত্রিক পরিবেশ। এখন সময় পক্ষ নেওয়ার। তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন আপনারা সত্য-ন্যায় দিকে থাকবেন না থ্রেট কালচারের পক্ষে থাকবেন?’’
উদ্বোধনী সংগীতের পর বক্তব্য রাখেন ডাক্তার অনিকেত মাহাতো এবং দেবাশিস হালদার। আরজি কর আন্দোলনের শুরু কি ভাবে তার ব্যাখ্যা দিয়ে বক্তব্য শুরু করেন অনিকেত মাহাতো। তিনি বলেন, ‘‘আরজি করে যে ঘটনা ঘটেছে তার বিচারের দাবিতে এই গণ কনভেনশন। আরজিকরের বুকে যে রাজনৈতিক অচলয়াতন চলত তা এই আন্দোলন ভেঙে ফেলতে পেরেছে।’’ রাজ্য সরকারের সাথে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘প্রথমবার নবান্ন সভা ঘরে যে বৈঠকে হয়েছিল তার লাইভ স্ট্রিমিং যদি হতো তাহলে আপনারা অনেক কিছু জানতে পারতেন, দেখতে পারতেন। একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাতে রাজ্য প্রশাসন কেন এত উদগ্রীপ। থ্রেট কালচার নিয়ে যে সব অভিযোগ উঠে এসেছে আমরা নবান্নের সভা ঘরে সেই বক্তব্য রেখেছি। খুব দুঃখজনক হলেও সত্যি রাজ্য সরকার থ্রেট কালচারের পক্ষ নিতে চাইছেন।’’ প্রসঙ্গত আরজি করের প্রবল আন্দোলনের চাপে থ্রেট কালচারে অভিযুক্তদের সাসপেন্ড করেছিল কলেজ কর্তৃপক্ষ। কিন্তু গত ২১ অক্টোবর নবান্নের বৈঠকে লাইভে দেখা গেছে মুখ্যমন্ত্রী এই ঘটনায় উল্টে আরজি করের অধক্ষকে প্রকাশ্যে তিরস্কার করেছেন।
শনিবার কনভেনশনে জুনিয়র ডাক্তার দেবাশিস বলেন, ‘‘আমরা অনশন তুলে নিয়েছি কিন্তু আমাদের আন্দোলন চলবে। এবং এই আন্দলোনের তীব্রতা আরও বাড়বে। সিবিআই’য়ের থেকে জবাব চাইতে আমরা সিজিও কমপ্লেক্স অভিযানে করবো। আগামী ৯ নভেন্বর অভয়ার ঘটনার ৩ মাসের মাথায় একটা বড় কর্মসূচির কথা পরিকল্পনা করা হচ্ছে। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রেমী মানুষকে আমাদের পাশে চাই।’’
জুনিয়ার ডাক্তারদের আরও একটি সংগঠন শনিবার আত্মপ্রকাশ করেছে। তাঁরা কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সও করেছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের নেতা ডাক্তার অনুষ্টুপ মুখার্জী বলেন, ‘‘এরা এতদিন কোথায় ছিলো? ৯ সেপ্টেম্বরের পর কেন কোনও সংগঠন তৈরী করলো না"?
চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখার্জী বলেন, " স্বাস্থ্য ব্যবস্থার অচল অবস্থা সবার সামনে এসে গেছে। রাজ্য জুড়ে এই আন্দোলনকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে। (দেখুন ভিডিও)
RG KAR PROTEST
৯ নভেম্বর ফের রাজ্য জুড়ে পথে নামবেন জুনিয়ার চিকিৎসকরা
×
Comments :0