কবিতা | নতুনপাতা
জল
ঈশান মোদক
জলের মর্ম বুঝবে হে ভাই ,
জল ছাড়া আর জীবন যে নাই।
এক বিন্দু জলের জন্য ছটফট করে গ্ৰাম,
আর এক গামলা জলে শহরের শেষ হয় না স্নান।
জলের অভাবে গাছ মরেছে মরেছে কত পাখি,
জলের জন্য মানুষ জনের কত হাকাহাকি।
জল খেয়ে বাঁচে প্রানী বাঁচে কত প্রাণ,
জলের জন্য এই জগতে প্রাণীদের আছে স্থান।
নতুনবন্ধু, সপ্তম শ্রেণী
Comments :0