কবিতা
সান্তা আসে
সুব্রত চৌধুরী
নতুনপাতা
বড়দিনে সান্তা আসে
বিশাল ঝোলা পিঠে,
ঝোলার ভেতর খেলনাপাতি
চকলেট হাওয়াই মিঠে।
ঝোলা কাঁধে সান্তা ছোটে
অলিগলি বস্তি,
বড়দিনে পায় না তারা
খিদের জ্বালায় স্বস্তি।
সান্তার ছোঁয়ায় হাসি ফোটে
ভুখা নাঙ্গার মুখে,
আঁধার কেটে আলোর বুনন
বেঁচে থাকার সুখে।
বড়দিনে আলোর মেলায়
মনের আগল খুলে,
প্রেম ও প্রীতির ভুবন গড়ি
হিংসা বিবাদ ভুলে।
Comments :0