POETRY \ SANTA— SUBRATA CHOWDHARY \ NATUNPATA \ 23 DECEMBER 2024

কবিতা \ সান্তা আসে — সুব্রত চৌধুরী \ নতুনপাতা \ ২৩ ডিসেম্বর ২০২৪

ছোটদের বিভাগ

POETRY  SANTA SUBRATA CHOWDHARY  NATUNPATA  23 DECEMBER 2024

কবিতা

সান্তা আসে 
সুব্রত চৌধুরী

নতুনপাতা


বড়দিনে সান্তা আসে
বিশাল ঝোলা পিঠে,
ঝোলার ভেতর খেলনাপাতি
চকলেট হাওয়াই মিঠে।

ঝোলা কাঁধে সান্তা ছোটে
অলিগলি বস্তি,
বড়দিনে পায় না তারা
খিদের জ্বালায় স্বস্তি।

সান্তার ছোঁয়ায় হাসি ফোটে
ভুখা  নাঙ্গার মুখে,
আঁধার কেটে আলোর বুনন
বেঁচে থাকার সুখে।

বড়দিনে আলোর মেলায় 
মনের আগল খুলে,
প্রেম ও প্রীতির  ভুবন গড়ি
হিংসা বিবাদ ভুলে।

Comments :0

Login to leave a comment