কবিতা
মুক্তধারা
তরুণ
তরুণ মিত্র
২৯ ডিসেম্বর ২০২৫ | বর্ষ ৩
কাছাকাছি এলে
ওই নামে আর কাউকে ভাবাবেনা।
কয়েকটি প্রেমের কবিতা
এদিক ওদিক ছড়িয়ে পড়লে খোঁজাখুঁজি চলে
হাফ সেঞ্চুরি করেছি দু'এক বছর আগে
কেবল রাতে বউ কাছাকাছি এলে
আর ম্যাসেঞ্জার
হোয়্যাটএ্যাপ চেক করেনা। কারণ,
আর বছর খানেক পর
আমাকে ছুঁয়ে ফেলবে বলেছে...
Comments :0